জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথমবারের মতো একজন শিক্ষার্থী যুক্তরাষ্ট্রে উচ্চতর প্রশিক্ষণের সুযোগ পেয়েছেন। ভূগোল ও পরিবেশ বিভাগের মেধাবী শিক্ষার্থী নুরুন নাহার শ্রাবণী। বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ‘ইউএস অ্যাম্বাসি: এক্সচেঞ্জ অপরচুনিটিস’ সেমিনারে অংশগ্রহণের মাধ্যমে তিনি এ সুযোগ লাভ করেছেন। এতে অংশগ্রহণের মাধ্যমে শ্রাবণী গবেষণা, নেতৃত্ব বিকাশ ও আন্তর্জাতিক শিক্ষা অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবেন।
উপাচার্য ড. রেজাউল করিম শ্রাবণীকে শুভেচ্ছা জানিয়ে বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আন্তর্জাতিক পরিসরে যাওয়ার স্বীকৃতি পাচ্ছে সেটা বড় বিষয় এবল সেটা গৌরবের।
নিজের অনুভূতি জানিয়ে শ্রাবণী বলেন, “বিশ্বমঞ্চে দেশ ও বিশ্ববিদ্যালয়কে প্রতিনিধিত্ব করতে পারা আমার জীবনের গর্বের মুহূর্ত। আমি আশা করি, এই অর্জন ভবিষ্যতে আরো শিক্ষার্থীকে অনুপ্রাণিত করবে। আল্লাহর অশেষ রহমত, মায়ের দোয়া এবং শিক্ষকদের সহায়তায় আজকের এ অর্জন। বিশেষ কৃতজ্ঞতা অধ্যাপক শামসুন নাহার ম্যামের প্রতি, তার সেমিনারই ছিল আমার যাত্রার শুরু।
উল্লেখ্য, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথমবারের মতো কোনো শিক্ষার্থী এসইউএসআই প্রোগ্রামে অংশগ্রহণ করতে যাচ্ছেন।