আজ কোথায় কী?

1-1.jpg
২৪ ঘণ্টা বাংলাদেশ

দেশের রাজনৈতিক পট পরিবর্তন পর থেকেই বেশ সক্রিয় হয় উঠেছে রাজধানী ঢাকা। ঢাকায় প্রতিদিন নানা কর্মসূচি পালন করে সরকারের বিভিন্ন দফতর, সংস্থা এবং অনেক সংগঠন। প্রতিদিনের উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে কী কী আছে, দিনের শুরুতেই তা জেনে নিতে পারেন। আজ বৃহস্পতিবার (৮ মে) দিনের শুরুতেই উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে কী কী রয়েছে, দিনের শুরুতেই তা জেনে নিতে পারেন।

বিএনপি

সাবেক অ্যাটর্নি জেনারেল ও বিএনপির ভাইস-চেয়ারম্যান এ জে মোহাম্মদ আলী প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিকেল ৪টায় সুপ্রিম কোর্ট মিলনায়তনে আলোচনা সভা হবে। এতে প্রধান অতিথি থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।  বেলা ১১ টা জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করবে কর আইনজীবী ফোরাম। এতে বক্তব্য দেবেন বিএনপির ভাইস-চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খান।

কোস্ট গার্ডের ফ্রেস ব্রিফিং

দুপুর ১২টায় আগারগাঁওয়ে সদরদফতরে দেশের সমুদ্রসীমা ও উপকূলীয় এলাকায় আইন-শৃঙ্খলা নিশ্চিত করণ, জনগণের জানমাল রক্ষা, চোরাচালান, মাদক ও মানব পাচার দমনে কোস্ট গার্ডের সাফল্য সম্পর্কিত প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হবে।

জাতীয় ঐকমত্য কমিশন

সকাল ১০টায় এবং বিকেল ৩টায় সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে সংলাপে বসবে ভাসানী অনুসারী পরিষদ এবং ইউনাইটেড পিপল ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)।

বিশ্ব থ্যালাসেমিয়ার র‌্যালি

বিশ্ব থ্যালাসেমিয়া দিবসা উপলক্ষে সকাল ৯টায় র‌্যালি বের করবে বিএমইউ কর্তৃপক্ষ। এতে প্রধান অতিথি থাকবেন বিএমইউর ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম।

গোলটেবিল বৈঠক

দেশের উন্নয়ন খাতে বৈদেশিক সহায়তা হ্রাসে পরিবর্তিত পরিস্থিতিতে বর্তমানে কী সংকট তৈরি হয়েছে এবং সংকট উত্তরণে কী কী করণীয় এই বিষয়ে আলোচনা করতে গোলটেবিল বৈঠক আয়োজন করেছে একশনএইড বাংলাদেশ। সকাল ১০টায় ব্র্যাক সেন্টারে হতে যাওয়া এই বৈঠকে বিভিন্ন নাগরিক সংগঠন, জাতীয় ও আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার প্রতিনিধি, বেসরকারি খাতের কর্মকর্তা, জলবায়ু ও পরিবেশ বিশেষজ্ঞ, নীতি বিশ্লেষক, উন্নয়ন খাতের গবেষক এবং গণমাধ্যমকর্মীরা অংশ নেবেন।

সামাজিক প্রতিরোধ কমিটি

বিকেল সাড়ে ৩টায় জাতীয় প্রেসক্লাবে নারী সমতা বিরোধী ও মর্যাদা হানিকর বক্তব্য এবং আচরণের প্রতিবাদে সংবাদ-সম্মেলন করবে সামাজিক প্রতিরোধ কমিটি।

ডিএসসিসির মতবিনিময়

নগর ভবনস্থ বুড়িগঙ্গা হলে বিকেল ৩টায় ডিএসসিসি আওতাধীন এলাকা পরিষ্কার-পরিচ্ছন্নতা ও আসন্ন বর্ষা মৌসুমে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিতে জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের সঙ্গে মতবিনিময় সভা হবে। এতে সভাপতিত্ব করবেন ডিএসসিসির প্রশাসক মো. শাহজাহান মিয়া।

পিএসসি সংস্কার আন্দোলন

বিকেল সাড়ে ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে আট দফা বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ করবে পিএসসি সংস্কার আন্দোলন।

সম্মিলিত নারী প্রয়াস

সকাল ১০টায় প্রেসক্লাবের সামনে বিতর্কিত নারী সংস্কার কমিশনের প্রস্তাবিত সুপারিশ মালার প্রতিবাদে মানববন্ধন করবে সম্মিলিত নারী প্রয়াস। এতে বিভিন্ন পেশাজীবী নারীরা অংশ নেবেন।

Leave a Reply

scroll to top