ভারত-পাকিস্তান সংঘাত

সিম্পসনস কি ২০২৫ সালে পোপের মৃত্যু ও ভারত-পাকিস্তান যুদ্ধ আগেই জানতো?

সিম্পসনস কি ২০২৫ সালে পোপের মৃত্যু ও ভারত-পাকিস্তান যুদ্ধ আগেই জানতো?
মুহাম্মাদ নূরে আলম

সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি একটি দাবি ছড়িয়েছে যে, মার্কিন অ্যানিমেটেড টেলিভিশন সিরিজ “দ্য সিম্পসনস” নাকি ভারত থেকে পাকিস্তানে পারমাণবিক হামলার পূর্বাভাস দিয়েছিল। একাধিক ভিডিও ও ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে এমন আক্রমণের দৃশ্য দেখানো হয়েছে। দাবি করা হচ্ছে, এই ঘটনাগুলো “দ্য সিম্পসনস”-এর কোনো এক পর্বে দেখানো হয়েছিল।

সিম্পসনস কি ২০২৫ সালে পোপের মৃত্যু ও ভারত-পাকিস্তান যুদ্ধ আগেই জানতো?

তবে যাচাই করে দেখা গেছে, “দ্য সিম্পসনস”-এর কোনো স্বীকৃত পর্বে ভারত-পাকিস্তানের মধ্যে যুদ্ধ বা পারমাণবিক সংঘর্ষের কোনো উল্লেখ নেই। এই ভুয়া দাবি প্রথম ছড়িয়ে পড়ে ২০১৯ সালে একটি মনগড়া ভিডিওর মাধ্যমে, যেখানে কিছু বানানো দৃশ্য দিয়ে বোঝানো হয়, সিরিজটি ভবিষ্যতে এমন একটি যুদ্ধের পূর্বাভাস দিয়েছে। কিন্তু সেই ভিডিওতে ব্যবহৃত ভিজ্যুয়াল বা দৃশ্যগুলো সিরিজের কোনো মূল পর্বের সাথে মেলে না।

সিম্পসনস কি ২০২৫ সালে পোপের মৃত্যু ও ভারত-পাকিস্তান যুদ্ধ আগেই জানতো?

“দ্য সিম্পসনস” সিরিজ বিশ্ব রাজনীতি ও মার্কিন অভ্যন্তরীণ নানা বিষয় নিয়ে ব্যঙ্গ-বিদ্রুপ করে থাকলেও, কখনো কখনো এটি এমন কিছু ঘটনা তুলে ধরে যা পরবর্তীতে বাস্তবের সঙ্গে মিলে যায়। যেমন, ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্ট হওয়ার ইঙ্গিত দিয়েছিল এক পর্বে। কিন্তু এসব ঘটনাকে ভবিষ্যদ্বাণী না বলে কাকতালীয় বলা বেশি উপযুক্ত।

সম্প্রতি আরও একটি দাবি ছড়িয়েছে, যেখানে বলা হচ্ছে, “দ্য সিম্পসনস” নাকি ২০২৫ সালে পোপ ফ্রান্সিসের মৃত্যু দেখিয়েছে। সেই দৃশ্যে দেখা যায়, ভ্যাটিকানের সেন্ট পিটার্স ব্যাসিলিকার নিচে কার্ডিনালদের নীরব সমাবেশ, অর্ধনমিত পতাকা ও এক বিশাল স্ক্রিনে মৃত্যুর সময় প্রদর্শন।

সিম্পসনস কি ২০২৫ সালে পোপের মৃত্যু ও ভারত-পাকিস্তান যুদ্ধ আগেই জানতো?

তবে এ সম্পর্কেও কোনো সত্যতা পাওয়া যায়নি। অতএব, “দ্য সিম্পসনস”-এর ভারত-পাকিস্তান যুদ্ধ বা পোপের মৃত্যু নিয়ে প্রচারিত এসব ভিডিও ও তথ্য সম্পূর্ণ ভুয়া ও গুজবভিত্তিক।

সূত্র- দ্য অপিনিয়ন

Leave a Reply

scroll to top