ভারত-পাকিস্তান সংঘাত

বাংলাদেশের সীমান্তবর্তী জেলাগুলোতে সতর্ক থাকার নির্দেশ!

ভারত-পাকিস্তান সংঘাত

ভারত-পাকিস্তান সংঘাত

মুহাম্মাদ নূরে আলম

ভারত-পাকিস্তান সীমান্তে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে বাংলাদেশ যাতে কোনো নিরাপত্তা ঝুঁকিতে না পড়ে, তা নিশ্চিত করতে সীমান্তবর্তী জেলার পুলিশ সুপারদের সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকার নির্দেশ দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।

বুধবার (৭ মে) রাজধানীর গুলশানে বাংলাদেশ পুলিশের বার্ষিক শ্যুটিং প্রতিযোগিতা ২০২৪-এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইজিপি এ নির্দেশনার কথা জানান।

আইজিপি বাহারুল আলম বলেন, “ভারত ও পাকিস্তানের মধ্যকার সাম্প্রতিক উত্তেজনাকে কেন্দ্র করে কেউ যেন সুযোগ নিয়ে বাংলাদেশের ভেতরে জঙ্গি বা সন্ত্রাসী কার্যক্রম চালাতে না পারে, সেজন্য সীমান্তবর্তী জেলার পুলিশ সুপারদের সর্তক করে দেওয়া হয়েছে। দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা অক্ষুণ্ন রাখতে পুলিশ সদা প্রস্তুত রয়েছে।”

তিনি আরও বলেন, দেশের সীমান্ত এলাকায় নজরদারি জোরদার করা হয়েছে এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশ সদর দপ্তর নিয়মিত পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশ ক্লাবের সভাপতি ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) অতিরিক্ত আইজিপি মো. মোস্তফা কামালসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সম্প্রতি ভারত-পাকিস্তান সীমান্তে গোলাগুলির খবর সামনে আসার পর নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ে। পাকিস্তানের দাবি, সীমান্তে ‘সাদা পতাকা’ উড়িয়েছে ভারতীয় সেনাবাহিনী। অপরদিকে, পাকিস্তানের একাধিক অঞ্চলে বিস্ফোরণে নারী ও শিশুসহ ২৬ জনের মৃত্যু হয়েছে। এসব ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশেও নিরাপত্তা সতর্কতা বাড়ানো হয়েছে।

Leave a Reply

scroll to top