চবির সমাবর্তন ঘিরে নিরাপত্তা জোরদার

New-Project-1-4.jpg
২৪ ঘণ্টা বাংলাদেশ চবি প্রতিনিধি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) পঞ্চম সমাবর্তন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ১৪ মে। সমাবর্তনকে ঘিরে নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে শিক্ষার্থীদের নিজ নিজ পরিচত্রপত্র বহন করার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

মঙ্গলবার (৬ মে) বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল পেইজ থেকে এই ঘোষণা দেওয়া হয়। সমাবর্তনে প্রায় ২৩ হাজার সমাবর্তী শিক্ষার্থী অংশ নেবেন।

ওই নির্দেশনায় বলা হয়, যারা এখনো পরিচয়পত্র পাননি অথবা যাদের পরিচয়পত্র নষ্ট হয়ে অথবা হারিয়ে গিয়েছে তারা নিচের পদ্ধতি অনুসরণ করে নতুন ডিজিটাল পরিচয়পত্রটি ইমেজ হিসেবে নিজ নিজ ফোনে, অথবা প্রিন্ট করে সঙ্গে রাখতে পারবেন। এই পরিচয়পত্রের QR code স্ক্যান করে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যক্তিবর্গ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ছাত্রত্ব সম্পর্কে নিশ্চিত হতে পারবে।

উল্লেখ্য, এই ডিজিটাল আইডি কার্ড এখনো একটি work in progress অ্যাপ। ফলে ১০০% শিক্ষার্থীর তথ্য এবং ২০১৯-২০২০ ও পূর্ববর্তী সেবাসমূহের শিক্ষার্থীদের ছবি আপডেট এখনো সম্পন্ন হয়নি।

(https://apps.cu.ac.bd/id/digitalid.php) এই লিংকে প্রবেশ করে নিজের ‍student id, নিজের নামের ও পিতার নামের যেকোনো পরপর কমপক্ষে ৪ অক্ষর (four consecutive letters) লিখে নির্দেশিত মতে কার্ডটি সংগ্রহ করতে পারেন। স্পেস অক্ষর হিসেবে বিবেচিত হবে।

Leave a Reply

scroll to top