ঈদুল আজহায় ছুটি মিলছে ১০ দিন

ঈদুল আজহায় ছুটি মিলছে ১০ দিন

ঈদুল আজহার ছুটি

২৪ ঘণ্টা বাংলাদেশ

ঈদুল আজহা উপলক্ষে ২০২৫ সালে ৫ জুন (বৃহস্পতিবার) থেকে ১৪ জুন (শনিবার) পর্যন্ত ১০ দিনের সরকারি ছুটি ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। আজ মঙ্গলবার (৬ মে) প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তার ভেরিফায়েড ফেসবুক পেজে এই তথ্য নিশ্চিত করেছেন ।

ছুটির সময়সূচি

ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ৭ জুন (শনিবার) হিসেবে নির্ধারণ করা হয়েছে, যা চাঁদ দেখার ওপর নির্ভরশীল। তবে ছুটি শুরু হবে ৫ জুন (বৃহস্পতিবার) থেকে এবং চলবে ১৪ জুন (শনিবার) পর্যন্ত। এই দীর্ঘ ছুটি সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রযোজ্য হবে।

পবিত্র ঈদুল ফিতরে ২৮ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত টানা ৯ দিন ছুটি ছিল। ঈদ উপলক্ষে আগেই পাঁচ দিন টানা ছুটি ঘোষণা করেছিল সরকার। সেখানে নির্বাহী আদেশে আরও এক দিন ছুটি ঘোষণা করা হয়েছিল। অবশ্য এই ছুটি শুরুর দুই দিন আগে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের ছুটি ছিল। পরদিন বৃহস্পতিবার ২৭ মার্চ এক দিন অফিস খোলা ছিল।

অফিস খোলা থাকবে

ঈদের এই দীর্ঘ ছুটির ক্ষতি পোষাতে ১৭ মে (শনিবার) এবং ২৪ মে (শনিবার) সরকারি অফিস খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকা। এতে করে ছুটির দিনগুলোর সমন্বয় করা হবে ।

নাগরিকদের জন্য পরামর্শ

দীর্ঘ ছুটির কারণে অনেকেই গ্রামের বাড়ি বা পর্যটন কেন্দ্রে ভ্রমণের পরিকল্পনা করতে পারেন। তাই আগেভাগে টিকিট বুকিং এবং যাতায়াতের ব্যবস্থা নিশ্চিত করা উচিত। এছাড়া যাত্রা পথে ভোগান্তি এড়াতে অনেকেই আগেভাগে পরিবার পরিজনের কাছে যেতে চান। এইবারের এই লম্বা ছুটিতে আশা করা যাচ্ছে ধাপে ধাপে কম ভোগান্তিতে বাড়ি যেতে পারবেন শহরে থাকা মানুষজন।

নিরাপত্তা

ঈদে পরিবার নিয়ে বাড়ি যাওয়ার ফলে রাজধানী কিংবা শহর এলাকাতে ফাঁকা বাড়িতে অহরহই ঘটে চুরি-ডাকাতির ঘটনা।  সেসব পরিস্থিতি এড়াতে বাড়ি ছেড়ে যাওয়ার আগে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করুন এবং প্রয়োজনে প্রতিবেশীদের অবহিত করুন।

সামাজিক দায়িত্ব

কুরবানির মাংস সঠিকভাবে সংরক্ষণ ও বিতরণ করুন, যাতে সমাজের দরিদ্র ও অসহায় মানুষরাও ঈদের আনন্দে অংশ নিতে পারে। এই দীর্ঘ ছুটি নাগরিকদের জন্য বিশ্রাম ও আনন্দের সুযোগ এনে দেবে, তবে সঠিক পরিকল্পনা ও সচেতনতা বজায় রাখা জরুরি।

Leave a Reply

scroll to top