বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আজ লন্ডন থেকে ঢাকায় প্রত্যাবর্তন করছেন। এ উপলক্ষে রাজধানীর বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত বিভিন্ন স্থানে নেতাকর্মীদের সমাবেশ, অবস্থান ও শুভাগমনের প্রস্তুতি থাকায় বিশেষ করে বিমানবন্দর সড়কে তীব্র যানজটের আশঙ্কা তৈরি হয়েছে।
এই পরিস্থিতিতে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) শহরের স্বাভাবিক চলাচল ও নিরাপত্তা নিশ্চিত করতে ১০ দফা নির্দেশনা দিয়েছে এবং জনগণকে বিকল্প রুট ব্যবহারের আহ্বান জানিয়েছে।
ডিএমপির ১০ দফা নির্দেশনা
সড়কে অবস্থান পরিহার: গুলশান/বনানী থেকে বিমানবন্দর পর্যন্ত মূল রাস্তায় না থেকে ফুটপাতে অবস্থানের অনুরোধ।
বিকল্প রুট ব্যবহার: জনগণকে বিমানবন্দর সড়ক এড়িয়ে চলাচলের আহ্বান।
সেনানিবাস সড়ক উন্মুক্ত: সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত হালকা যানবাহনের জন্য সেনানিবাসের নির্দিষ্ট সড়ক (জিয়া কলোনি, সৈনিক ক্লাব, স্টাফ রোড) উন্মুক্ত থাকবে।
এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহারে পরামর্শ: বনানী/কাকলী র্যাম্প এড়িয়ে মহাখালী র্যাম্প বা এফডিসি র্যাম্প ব্যবহারের অনুরোধ।
মোটরসাইকেল ও সিএনজির অনুমতি: এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল ও সিএনজির চলাচলের অনুমতি দেওয়া হয়েছে।
উত্তরা ও মিরপুরবাসীদের জন্য বিকল্প পথ: হাউজ বিল্ডিং, খালপাড়, উত্তরা উত্তর মেট্রোরেল স্টেশন হয়ে চলাচলের পরামর্শ।
প্রগতি সরণি ও গুলশানগামীদের জন্য: পুলিশ প্লাজা-আমতলী-মহাখালী হয়ে মহাখালী বাস টার্মিনালের র্যাম্প ব্যবহার করে চলাচলের অনুরোধ।
সড়কে শৃঙ্খলা বজায় রাখা: যানজট এড়াতে ট্রাফিক আইন মেনে চলার আহ্বান।
নিরাপত্তায় সহযোগিতা: নিরাপত্তা বাহিনীর সঙ্গে সমন্বয় করে চলাচলের অনুরোধ।
সামাজিক শৃঙ্খলা বজায় রাখা: জনসমাগমস্থলে শৃঙ্খলা বজায় রাখতে সচেতন থাকার অনুরোধ।
বিকল্প রুটের পরামর্শ
উত্তরা ও মিরপুর থেকে: বিমানবন্দর সড়ক পরিহার করে হাউজ বিল্ডিং, খালপাড়, উত্তরা উত্তর মেট্রো স্টেশন রুট ব্যবহার করুন।
প্রগতি সরণি ও গুলশান অভিমুখে: পুলিশ প্লাজা-আমতলী-মহাখালী হয়ে মহাখালী বাস টার্মিনালের র্যাম্প ধরে চলাচল করুন।
সেনানিবাস পথ: জিয়া কলোনি, সৈনিক ক্লাব ও স্টাফ রোড ব্যবহার করা যাবে সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত।
সম্ভাব্য যানজটের সময়কাল
ডিএমপির তথ্য অনুযায়ী, যানজটের প্রধান সময়সীমা সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত ধরা হয়েছে। তবে পরিস্থিতি অনুযায়ী সময়সীমা বাড়তেও পারে।
সচেতনতার পরামর্শ
যাত্রা শুরুর আগে গুগল ম্যাপ, ট্রাফিক অ্যাপ বা লাইভ ট্রাফিক আপডেট দেখে রুট নির্ধারণ করুন। খুব জরুরি না হলে বিমানবন্দর সড়ক এড়িয়ে চলুন। যাত্রীদের সময়ের পূর্বাভাস মাথায় রেখে পর্যাপ্ত সময় হাতে রেখে বের হতে অনুরোধ করা হচ্ছে।