৩২ বছর পর মধ্যরাতে জাকসু নির্বাচনের তারিখ ঘোষণা

New-Project-17.jpg

জাকসু নির্বাচনের তারিখ ঘোষণা

২৪ ঘণ্টা বাংলাদেশ জাবি প্রতিনিধি,

প্রায় ৩২ বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের তারিখ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আগামী ৩১ জুলাই নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কামরুল আহসান।

বুধবার (৩০ এপ্রিল) দিনগত রাত সোয়া ১২টায় বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের কাউন্সিল কক্ষে নির্বাচনের তারিখ ঘোষণা করেন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান ও জাকসুর সভাপতি।

উপাচার্য জানান, জাকসুর গঠনতন্ত্রের ৮(খ) ধারার আওতায় আগামী ৩১ জুলাই সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদের নির্বাচন একযোগে অনুষ্ঠিত হবে।

তিনি আরও বলেন, এছাড়াও শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় জাকসুর পূর্বের গঠনতন্ত্র বাতিল ঘোষণা করে নতুন গঠনতন্ত্র অনুমোদন দেওয়া হয়েছে। এবং নির্বাচনের জন্য নতুন নির্বাচন কমিশনার গঠন করা হয়েছে।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মোহাম্মদ মাহফুজুর রহমান, উপ-উপাচার্য (প্রশাসন) ড. মোহাম্মদ সোহেল আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক আব্দুর রব এবং জাকসু পরিবেশ পরিষদের সদস্যসচিব ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলম।

এর আগে, গত মঙ্গলবার (২৯ এপ্রিল) সন্ধ্যা ৭টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে ‘পরিবেশ পরিষদ: জাকসু নির্বাচন ২০২৫’-এর উদ্যোগে নির্বাচনী পরিবেশ নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগ ও ইনস্টিটিউটের শিক্ষার্থী প্রতিনিধি এবং সক্রিয় শিক্ষার্থী সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।

প্রসঙ্গত, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ১৯৭২ সালে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি সেন্ট্রাল স্টুডেন্টস ইউনিয়ন (জাকসু) বা কেন্দ্রীয় ছাত্র সংসদ প্রতিষ্ঠিত হয়। একই বছর প্রথম জাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়। এক ছাত্রের বহিষ্কারকে কেন্দ্র করে ১৯৯৩ সালের ২৯ জুলাই ছাত্র ও শিক্ষকদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ফলে তৎকালীন বিশ্ববিদ্যালয় প্রশাসন জাকসু ও হল সংসদ বাতিল করে দেয়।

Leave a Reply

scroll to top