জন্মদিনে অসহায়দের পাশে সাবেক জাবি শিক্ষার্থী সাবিহা খানম

New-Project-7-17.jpg

অসহায়দের পাশে দাড়িয়ে জন্মদিন স্মরণীয় করে রাখতে চান সাবিহা

জাবি প্রতিনিধি

জন্মদিন প্রতিটি মানুষের জীবনে এক বিশেষ আনন্দের দিন হিসেবে বিবেচিত। কেউ এই দিনটিকে কেক কেটে, আবার কেউ ঘনিষ্ঠজনদের সঙ্গে পার্টি করে উদ্‌যাপন করেন। তবে সাম্প্রতিক সময়ে অনেকেই জন্মদিন উদ্‌যাপনের প্রচলিত ধারা থেকে সরে এসে ব্যতিক্রমধর্মী কর্মকাণ্ডের মাধ্যমে দিনটিকে আরও অর্থবহ করে তুলছেন। তেমনই এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের( জাবি) সাবেক শিক্ষার্থী সাবিহা খানম।

আজ বুধবার (৩০ এপ্রিল) জাবির ৪১তম ব্যাচের দর্শন বিভাগের শিক্ষার্থী সাবিহা খানম নিজের জন্মদিনে কোনো পার্টি না করে অসহায় ও দুস্থ মানুষের মাঝে খাবার বিতরণের সিদ্ধান্ত নেন। চাকরি সূত্রে ব্যস্ত থাকায় তিনি সরাসরি উপস্থিত না থাকলেও, তার উদ্যোগে কয়েকজন জুনিয়র শিক্ষার্থী এই কর্মসূচি বাস্তবায়ন করেন। রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে পথশিশু, অসহায় ও গরীব মানুষদের মাঝে খাবার বিতরণ করা হয়।

খাবার বিতরণের সময় এক স্বেচ্ছাসেবী বলেন, “আপু খুব ভালো মনের মানুষ। তিনি সব সময় সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে থাকার চেষ্টা করেন। বিভিন্ন স্বেচ্ছাসেবী কাজের সঙ্গে তিনি যুক্ত থাকেন। জন্মদিনে পার্টি না করে গরীবদের মাঝে খাবার বিতরণ করাটা আমাদের জন্য অনুপ্রেরণার।”

আরেক স্বেচ্ছাসেবী জানান, “আমরা আপুর পক্ষ থেকে খাবারগুলো পৌঁছে দিচ্ছি। এটা আমাদের জন্য গর্বের। এই ধরণের সামাজিক উদ্যোগ আমাদেরও দায়িত্বশীল করে তোলে।”

সাবিহা খানম বলেন, “জন্মদিন মানে শুধু নিজের আনন্দ নয়, এটি অন্যকে একটু খুশি করার সুযোগও হতে পারে। আমি চেষ্টা করি আমার ছোট ছোট উদ্যোগের মাধ্যমে অন্যদের মুখে হাসি ফোটাতে।”

এই আয়োজনটি সমাজে একটি ইতিবাচক বার্তা দিয়েছে। একজন শিক্ষিত তরুণী হিসেবে সাবিহা খানমের এই ধরণের উদ্যোগ নিঃসন্দেহে অনুকরণীয়। জন্মদিনকে কেন্দ্র করে তার এই মানবিক প্রচেষ্টা আরও অনেককে সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়াতে উৎসাহ জোগাবে।

Leave a Reply

scroll to top