জাবি উপ-উপাচার্যের ফেইসবুক আইডি হ‍্যাক

New-Project-63.jpg

জাবি উপ-উপাচার্য

জাবি প্রতিনিধি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমানের ফেসবুক আউডি হ্যাক করে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২৯ এপ্রিল) জনসংযোগ বিভাগের পরিচালক মোহাম্মদ মহিউদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমানের সুনাম ও ভাবমূর্তি নষ্ট করার প্রয়াসে ২৯ এপ্রিল তার ফেসবুক আউডি হ্যাক করে দুর্বৃত্তরা। একইসাথে ০১৩৩৭৫৩৪৯৬৬ মোবাইল নম্বর থেকে কল করে বিভিন্ন ধরনের আপত্তিকর তথ্য প্রচার করা হচ্ছে । এছাড়াও ০১৩৩৬৯৩০৯৯২ বিকাশ নম্বর হতে ফোন করে বিভিন্ন পরিমান টাকা দেয়ার জন্য অনুরোধ জানিয়ে ম্যাসেজ দেয়া হচ্ছে।

উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মাহফুজুর রহমান জানান, “উক্ত মোবাইল নম্বরগুলো তাঁর নয়। কতিপয় ব্যক্তি অসৎ উদ্দেশ্যে বিশ্ববিদ্যালয়ের এবং উপ-উপাচার্যের সুনাম-ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অপচেষ্টায় লিপ্ত হয়ে এই ঘৃণ্য কাজটি করছে। যা শাস্তিযোগ্য অপরাধ”

উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মাহফুজুর রহমান উল্লিখিত ফেসবুক আইডি এবং মোবাইল নম্বর থেকে আসা ম্যাসেজে কিংবা ফোনকলে বিভ্রান্ত না হওয়া, কোন রকম আর্থিক লেন-দেন না করা এবং এ ব্যাপারে সকলকে সর্তক ও সচেতন থাকার আহ্বান জানিয়েছেন।

উল্লেখ্য অপরাধীকে সনাক্ত করে আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ইতোমধ্যে এ ব্যাপারে আশুলিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

Leave a Reply

scroll to top