অভিনেতা সিদ্দিককে মারধর, ভিডিও!

রাজধানীর কাকরাইলে অভিনেতা সিদ্দিকুর রহমানকে মারধরের একটি ভিডিও ভাইরাল হয়েছে। ঘটনাস্থল থেকে তাকে থানায় নিয়ে যায় পুলিশ। চলছে তদন্ত।
মুহাম্মাদ নূরে আলম

রাজধানীর কাকরাইল এলাকায় অভিনেতা সিদ্দিকুর রহমানকে মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা গেছে, জনাকীর্ণ রাস্তায় তার গায়ের পোশাক ছিঁড়ে গেছে এবং তাকে ধাক্কা দিয়ে কোথাও নিয়ে যাওয়া হচ্ছে।

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরের দিকে। ভিডিওতে এক যুবককে বলতে শোনা যায়, “সিদ্দিককে থানায় নিয়ে যাওয়া হচ্ছে।” তবে কোন থানায় নেয়া হয়েছে, তা স্পষ্ট নয়।

এ বিষয়ে রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম বলেন, “দুদক কার্যালয়ের সামনে লোকজন সিদ্দিককে ধরে ফেলে। পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। তার বিরুদ্ধে কোনো মামলা রয়েছে কি না, তা যাচাই করা হচ্ছে। মামলা থাকলে তাকে গ্রেপ্তার দেখানো হবে।”

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও ছবিতে দেখা যায়, ঘটনাস্থলে বহু মানুষ ভিড় করে আছেন। কেউ কেউ ভিডিও করছেন, আবার কেউ চিৎকার করছেন। তবে ঠিক কী কারণে সিদ্দিকুর রহমানকে জনতা মারধর করেছে, তা নিশ্চিত হওয়া যায়নি।

অভিনেতা সিদ্দিক বহু বছর ধরে অভিনয়ের পাশাপাশি সামাজিক বিভিন্ন ইস্যু নিয়ে সরব ছিলেন। তিনি বিভিন্ন সময়ে রাজনৈতিক ইঙ্গিতপূর্ণ বক্তব্যও দিয়েছেন, যা নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল।

তবে এ ঘটনায় তার ব্যক্তিগত কোনো বিরোধ নাকি অন্য কোনো ইস্যু ছিল, সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানা যায়নি।

পুলিশ জানিয়েছে, তদন্ত করে ঘটনার পেছনের কারণ এবং দায়ীদের শনাক্ত করার চেষ্টা চলছে।

Leave a Reply

scroll to top