জুলাইয়ে সংঘটিত হামলার বিচার নিশ্চিতকরণ ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (জাকসু) নির্বাচনের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী।
সোমবার (২৮ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের নতুন রেজিস্ট্রার ভবনের সামনে তারা এই কর্মসূচির আয়োজন করেন। কর্মসূচিতে অংশগ্রহণকারীরা নানা স্লোগানে ক্যাম্পাস মুখরিত করেন। তাদের হাতে প্ল্যাকার্ড ছিল যেখানে লেখা ছিল, ‘জাকসু দিয়ে বাহানা চলবে না’; ‘ছাত্রলীগের ঠিকানা, এই ক্যাম্পাসে হবে না’; ‘একশন একশন, ডাইরেক্ট একশন’; ‘আওয়ামী-ভারত ছাত্রলীগ, জাহাঙ্গীরনগর কবর দিক’; ‘বিচার চাই, জুলাই হামলার বিচার চাই’ ইত্যাদি।
অবস্থান কর্মসূচির সময় শিক্ষার্থীরা পাঁচ দফা দাবি উত্থাপন করেন এবং এ সংক্রান্ত একটি স্মারকলিপি উপাচার্যের নিকট হস্তান্তর করেন। তাদের দাবিগুলো হলো ছাত্রলীগের হামলার বিচার নিশ্চিত করে দায়ীদের বিরুদ্ধে যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ, জুলাইয়ের আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িত শিক্ষকসহ সংশ্লিষ্টদের বিচার নিশ্চিত করা, জাকসু নির্বাচনের প্রকাশিত ভোটার তালিকা থেকে ছাত্রলীগের সংশ্লিষ্ট সদস্যদের নাম বাদ দিয়ে বৈধ শিক্ষার্থীদের নাম অন্তর্ভুক্ত করা,দ্রুত বিচার কার্যক্রম সম্পন্ন করে স্বচ্ছ ও নিরপেক্ষভাবে জাকসু নির্বাচন আয়োজন,মাদকমুক্ত একটি নিরাপদ ক্যাম্পাস গড়ে তোলা।
কর্মসূচিতে উপস্থিত প্রাণরসায়ন ও অনুপ্রাণবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আব্দুল গাফফার জিসান বলেন, “আমরা চাই, জাকসু নির্বাচন যেন সম্পূর্ণ নিরপেক্ষ এবং সুস্থ পরিবেশে অনুষ্ঠিত হয়। এর জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনে থাকা ফ্যাসিস্ট শক্তিকে দ্রুত অপসারণ করতে হবে। পাশাপাশি, ভোটার তালিকায় হামলায় জড়িত ছাত্রলীগ নেতাকর্মীদের নাম যেন কোনোভাবে না থাকে, তা নিশ্চিত করতে হবে।”
সরকার ও রাজনীতি বিভাগের শিক্ষার্থী রাজু হাসান রাজন বলেন, “জুলাই হামলার বিচার এবং জাকসু নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে আমরা আজ এখানে একত্রিত হয়েছি। আমাদের দাবিগুলো দ্রুত বাস্তবায়নের জন্য মাননীয় উপাচার্যের কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে। বিচার ও নির্বাচনী প্রক্রিয়ায় কোনো ধরনের টালবাহানা আমরা মেনে নেব না।”
স্মারকলিপি গ্রহণকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কামরুল আহসান শিক্ষার্থীদের আশ্বস্ত করে বলেন, “বিচার কার্যক্রম ইতিমধ্যে চলমান রয়েছে। আমরা ন্যায়বিচারের পক্ষে আছি। শিক্ষার্থীদের দাবিগুলো গুরুত্বের সাথে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”