রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) যৌন হয়রানি ও মার্ক টেম্পারিংয়ের অভিযোগের মুখে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক ড. তানজিউল ইসলাম (জীবন) পদত্যাগ করেছেন। শনিবার (২৬ এপ্রিল) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার ড. হারুন অর রশীদ।
গত ১৩ এপ্রিল রাতে ড. তানজিউল ইসলামের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পরপর তিনটি অডিও ফাঁস হয়, যা বিশ্ববিদ্যালয়জুড়ে তীব্র আলোড়ন সৃষ্টি করে। যদিও প্রাথমিকভাবে বিশ্ববিদ্যালয় প্রশাসন বিষয়টি আমলে নেয়নি এবং সুনির্দিষ্ট লিখিত অভিযোগ চেয়ে সময়ক্ষেপণ করে।
পরে ‘সাদিয়া সুভা’ ছদ্মনামে একটি অভিযোগ জমা দিলেও তা গুরুত্ব পায়নি। সর্বশেষ গত ২৪ এপ্রিল নাম গোপন রাখার শর্তে আরও একটি লিখিত অভিযোগ দেওয়া হলে প্রশাসন একটি তদন্ত কমিটি গঠন করে।
এদিকে, সাধারণ শিক্ষার্থীরা অভিযুক্ত শিক্ষকদের বিরুদ্ধে বিচারের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেন। তারা অভিযুক্তদের প্রতীকী জুতার মালা পরিয়ে কুশপুত্তলিকা দাহ এবং রাতের আঁধারে মশাল মিছিলও করে।
এ বিষয়ে ড. তানজিউল ইসলাম বলেন, “আমার বিরুদ্ধে আরোপিত অভিযোগ উত্থাপিত হওয়ায় সুষ্ঠু তদন্তের স্বার্থে আমি প্রশাসনিক বিদ্যমান পদ থেকে পদত্যাগ করেছি। যাতে প্রশাসনের তদন্ত কার্যক্রমে কোনো রকম প্রশ্ন না ওঠে, সেই জন্যই এ সিদ্ধান্ত নিয়েছি।”
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, তদন্ত প্রক্রিয়া চলমান রয়েছে এবং প্রতিবেদন হাতে পাওয়ার পর যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।