ছাদে বাগান করার ইচ্ছা? কোন বিষয়গুলি মাথায় রাখবেন?

New-Project-98.jpg
২৪ ঘন্টা বাংলাদেশ ডেস্ক

বাড়ির মধ্যে সবুজের ছোঁয়া পছন্দ অনেকের। আশেপাশে একটা ছোট বাগান প্রশান্তির কারণ হতে পারে কিন্তুর জায়গার অভাবে সেটি সম্ভব হয়ে উঠে না। সেই সমস্যার সমাধান এখন চোখের সামনে। বাড়ির আঙিনা বা বাসার ছাদেই এখ ছোট খাটো বাগান করা সম্ভব। বর্তমানে অনেকে শখের বসে ছাদ বাগান শুরু করলেও তা থেকে মুনফা পাচ্ছেন অনেকেই।

তাই শখ করে বাগান কিংবা নিজের পরিবারের পুষ্টির চাহিদা মেটানোর জন্য ছাদ বাগান ভালো একটা অপশন হতে পারে। সবদিক বিবেচনায় বেশ জনপ্রিয় হয়ে উঠেছে ছাদ বাগান, দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে এর চাহিদাও। সৌখিন বাগানিরা বাড়ির ছাদে গড়ে তুলেছেন নানা ধরনের ফল, ফুল ও সবজি বাগান। এসব ছাদ বাগানে বিভিন্ন জাতের মৌসুমী ফল, ফুল ও সবজি শোভা পাচ্ছে। বাগান থেকে পরিবারের সবজি ও ফলের চাহিদা মেটাচ্ছেন অনেকেই। অতিরিক্ত পণ্য বিক্রি হচ্ছে বাজার বা অনলাইনে।

কথায় আছে ইচ্ছা থাকলেই উপায় হয়। কিন্তু তার জন্য পরিশ্রমও করতে হয়। করব বললেই তো হল না। ছাদে বাগান করা খুব একটা সহজ কাজ নয়। বেশ কিছু নিয়ম আছে যা না মানলে কিন্তু গাছ বাঁচানো খুব শক্ত।

রুফ ট্রিটমেন্ট: সবার আগে প্রথম যে জিনিসটি মাথায় রাখবেন তা হল ছাদে বাগান করার আগে রুফ ট্রিটমেন্ট করিয়ে নেওয়া খুব জরুরি। ছাদ যদি বাগানের জন্য প্রস্তুত না থাকে তাহলে সেখানে গাছ লাগানো ঝুকিপূর্ণ হতে পারে। তাই বাগান করার আগে সর্বপ্রথম রুফ ট্রিটমেন্ট নিশ্চিত করতে হবে।

কোন ধরণে গাছ লাগাবেন: ছাদের মধ্যে বেশ কয়েক ধরনের বাগান করা যায়। ছোটখাটো ফুল কিংবা ফলের গাছ। বাড়ির ছাদে বিভিন্ন ধরনের ফলের গাছের পাশপাশি নানা জাতের সবজিও চাষ করছেন অনেকেই।

কেমন টবে গাছ লাগাবেন: ছোট গাছগুলো ছোট টবেই লাগানো যায়, কিন্তু একটু বড় ধরনের গাছের ক্ষেত্রে ছোট টবে সমস্যা হয়, কারণ গাছ খুব একটা বাড়ে না। তাই সিমেন্টের বড় টব কিনে বা বানিয়ে নিতে পারেন। বড় প্লাস্টিকের ড্রামেও লাগানো যায় গাছ। অথবা ছাদের উপরে ছোট পিলার করে মেঝে ঢালাই করে গাছ লাগানোর জায়গা করে নিতে পারেন। তবে যেখানেই গাছ লাগান না কেন, এগুলোর মধ্যে একেবারে নীচে কয়েকটা ছিদ্র করে নিতে হবে। যাতে অতিরিক্ত পানি বেরিয়ে যেতে পারে। ।

মাটি: কিছু পাথরের টুকরো টবের একেবারে নীচে দিতে হবে তার পর এক ধাপ মাটি। মাটির উপরে সার। জৈব সার হলেই সবচেয়ে ভাল। তার পর আবার মাটি। এ ভাবেই গাছের জন্য টব প্রস্তুত করে নিতে হবে।

রোদ কেমন হবে: ছাদের প্রখর রোদে নরম প্রকৃতির গাছ না লাগানোই ভাল। সে ক্ষেত্রে বড় গাছের বনসাই, কলমের ফল বা ফুলের গাছ লাগাতে পারেন। চাইলে কিন্তু কলা, আম, বা নারকেল গাছও ছাদের টবে লাগাতে পারেন।

কি কি গাছ লাগাবেন: যে-কোনওরকম ফুল যেমন গোলাপ, বেলী, টগর, জুঁই, গন্ধরাজ, জবা, জারবেরা গাছ লাগাতে পারেন। এছাড়াও লাগাতে পারেন ধনেপাতা, পুদিনাপাতা, কারিপাতার গাছ‌। পেয়ারা, বারোমাসে লেবু (কাগজি, সিডলেস, এলাচি), মালটা, কমলা, কুল (টক ও মিষ্টি), ডালিম, ড্রাগন ফ্রুটের গাছ লাগাতে পারেন ছাদে। ক্যাপসিকাম, শিম, শসা, উচ্ছে, পটল, লাউ, ব্রোকলি গাছ ছাদে লাগানো যায়। পেঁয়াজ, রসুন, আদা, গোলমরিচ গাছও লাগাতে পারেন। সব থেকে ভাল হল ছাদে ওষধিগুণ বিশিষ্টগাছ লাগানো। অ্যালোভেরা, তুলসি, থানকুনি, চিরতার মত গাছ ছাদে ভাল হয়।

গাছের পরিচর্যা করবেন কিভাবে: নিয়মিত গাছে পানি দিতে হবে। কিছুদিন পরপর টবের মাটি পরিবর্তন করে দিতে হবে। অতিরিক্ত ঘাস পরিষ্কার করতে হবে। গাছের ধরণ অনুযায়ী তাতে সার দিতে হবে।

Leave a Reply

scroll to top