শেয়ারবাজারে দরপতন যেন থামছেই না। চার বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে গেছে দেশের প্রধান শেয়ারবাজারের মূল সূচক। সপ্তাহের প্রথম কার্যদিবসে গতকাল রবিবার লেনদেন হওয়া বেশির ভাগ কোম্পানির শেয়ারের বড় ধরণের মূল্য পতনের কারণে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক ডিএসইএক্স ৫ হাজার পয়েন্টের মাইলফলকের নিচে নেমেছে। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক কমেছে।
রবিবার (২৭ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ১৪৯ দশমিক ২০ পয়েন্ট হারিয়ে ৪৯৬৫ দশমিক ৩৯ পয়েন্টে নেমেছে। সূচক পতনের হার ২ দশমিক ৯১ শতাংশ। বাজার বিশ্লেষণে দেখা গেছে, ২০২১ সালের ৪ এপ্রিল বা গত সাড়ে তিন বছরের মধ্যে এটি সর্বোচ্চ পতন। ওই দিন ঢাকার শেয়ারবাজারের ডিএসইএক্স সূচকটি ১৮১ পয়েন্ট বা ৩ দশমিক ৪৪ শতাংশ হারিয়ে ৫০৮৯ পয়েন্টে নেমেছিল। তবে পয়েন্ট বিবেচনায় সূচকের এই পতন ২০২২ সালের ৭ মার্চের পর সর্বোচ্চ। ওই দিনে সূচকটির ১৮২ পয়েন্ট হারিয়ে ৬৪৫৬ পয়েন্ট নেমেছিল। তবে ওই দিনের সূচক পতনের হার ছিল ২ দশমিক ৭৪ শতাংশ।
রবিবার (২৭ অক্টোবর) ঢাকার শেয়ারবাজারে তালিকাভুক্ত ৩৯৭ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে ৩৯৪টির কেনাবেচা হয়েছে। এর মধ্যে ৩৩৯টিই দর হারিয়েছে। কমপক্ষে ৫ শতাংশ থেকে সর্বোচ্চ সাড়ে ১৬ শতাংশ পর্যন্ত দর হারিয়েছে ১৫৯টি শেয়ার।
শেয়ারবাজারের অব্যাহত দরপতনের প্রতিবাদে রবিবার রাস্তায় বিক্ষোভ ও মানববন্ধন করেছেন একদল বিনিয়োগকারী। যা অব্যহত রয়েছে আজ সোমবারও। সোমবার সকাল ১০টায় লেনদেন শুরুর পর এসব বিনিয়োগকারী রাজধানীর মতিঝিলে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই ) ভবনের সামনে বিক্ষোভ করেছেন বিনিয়োগকারীরা। এর আগে রবিবার দুপুরে রাজধানীর মতিঝিলে ডিএসইর পুরানো কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছেন কয়েকশ বিনিয়োগকারী।