আমার দেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মাহমুদুর রহমান সহ অন্য সকল সাংবাদিকদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক ও মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ এপ্রিল) বেলা ১১টায় পিরোজপুর টাউন ক্লাব সম্মুখে আমার দেশ পাঠক মেলা এর আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানবন্ধনে কারা উপস্থিত ছিলেন
মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত পিরোজপুর- আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর সুযোগ্য পুত্র, জিয়ানগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মাসুদ সাঈদী,পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন, জামায়াতে ইসলামী পিরোজপুর জেলা সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হক, জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, জামায়াতের জেলা নায়েবে আমির মাওলানা আব্দুর রব,জেলা সহকারি সেক্রেটারি মাওলানা আব্দুর রাজ্জাক, বাংলাদেশ জামায়াতে ইসলামী পিরোজপুর পৌর শাখার আমির মাওলানা ইসহাক আলী, ছাত্রদলের পিরোজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক সালাউদ্দিন কুমার, পিরোজপুর প্রেস ক্লাবের সভাপতি এস এম রেজাউল ইসলাম শামিম সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
মাসুদ সাঈদীর বক্তব্য
মানববন্ধনে মাসুদ সাঈদী বলেন, মেঘনা গ্রুপ ফ্যাসিবাদের দোসর, খুনি হাসিনার হাতকে শক্তিশালী করার পিছনে এদের ভূমিকা রয়েছে,স্বৈরাচারী শাসন ব্যবস্থাকে এরাই প্রলম্বিত করেছে,এরা হাজার হাজার কেটি টাকা বিদেশে পাচার করেছে, এরা বাংলাদেশে অবস্থানরত একটি প্রতিষ্ঠান হলেও ভারতের পরামর্শে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।যদি মাহমুদুর রহমানের বিরুদ্ধে দায়ের করা ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহার করা না হয় তবে দেশপ্রেমিক জনতা মেঘনা গ্রুপের সকল পণ্য বয়কট করবে।
তিনি আরও বলেন, যখন ভারতের টাকায় ও ইন্ধনে ঢাকার শাহবাগে তথাকথিত গণজাগরণ মঞ্চ তৈরী হয়েছিল,দিনের পর দিন মানুষকে কষ্ট দিয়ে,দেশের শান্তি শৃংখলা নষ্ট করছিলো,তখন কলম সৈনিক মাহমুদুর রহমান আমার দেশে লিখেছিলেন ‘ফ্যাসিবাদের গর্জন শোনা যায়।’এই লেখার পরই ফ্যাসিবাদি আওয়ামী লীগ মাহমুদুর রহমানের উপর মামলা হামলা করেছিল, দেশ ছেড়ে চলে যেতে বাধ্য করেছিল। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কোরআনের পাখি শহীদ আল্লামা সাঈদী যেভাবে বাঘের মতো গর্জন করতেন,লড়াই করতেন,একইভাবে মাহমুদুর রহমান ও ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করছেন।
মাসুদ সাঈদী বলেন, মাহমুদুর রহমান একজন সাহসী কলম সৈনিক,তিনি এদেশের সম্পদ, সৎ ও সাহসী সাংবাদিকতার উজ্বল দৃষ্টান্ত হলেন মাহমুদুর রহমান।
অন্যান্য বক্তাদের ভাষ্য
মানববন্ধনে জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, আমাদের সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিরোধ আন্দোলন গড়ে তুলতে হবে এবং মাহমুদুর রহমানের মত নির্যাতিত সাংবাদিকদের পাশে দাঁড়াতে হবে।
বিএনপি পিরোজপুর জেলা শাখার সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু বলেন,”আমরা এই মানববন্ধন থেকে বলতে চাই মোস্তফা কামালকে এই দেশ থেকে বিতাড়িত করতে হবে। বাংলাদেশে গত ১৫ বছরে যত ছাত্র ও জনতা খুন ও গুম হয়েছে তার মদত এই মোস্তফা কামাল দিয়েছে, তাই তার বিচার এই বাংলার মাটিতে করতে হবে।”
মানববন্ধন থেকে বক্তারা মাহমুদুর রহমানের বিরুদ্ধে সকল মিথ্যা মামলার দ্রুত প্রত্যাহার করার দাবি জানান।