চবিতে দৌড়ালেন ৬০০ দৌড়বিদ

New-Project-1-19.jpg

চবিতে দৌড়ালেন ৬০০ দৌড়বিদ

২৪ ঘণ্টা বাংলাদেশ চবি প্রতিনিধি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ১০ কিলোমিটার দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। চবি রানার্সের আয়োজনে শুক্রবার (২৫ এপ্রিল) সকাল ৬টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠ থেকে এটি শুরু হয়। প্রতিযোগিতায় দেশের বিভন্ন প্রান্ত থেকে আসা ছয়শোর বেশি রানার অংশগ্রহণ করেন। প্রত্যেকের জন্য সময় নির্ধারিত ছিলো ২ ঘণ্টা।

প্রতিযোগিতায় মাত্র ৩৮ মিনিটে ১০ কিলোমিটার দৌড় শেষ করে প্রথম স্থান অর্জন করেন খুলনা থেকে আগত পারভেজ পলাশ এবং নারী ক্যাটাগরিতে প্রথম স্থান অর্জন করেন সিলেট থেকে আগত মভি সূত্র ধর।

দৌড় শেষে ৩টি ক্যাটাগরিতে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চবির শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক আনিসুল আলম এবং সহকারী পরিচালক হাবিবুর রহমান জালাল। তারা বিজয়ীদের ক্রেস্ট ও নগদ অর্থ তুলে দেন।

এছাড়া চবি শিক্ষার্থী ক্যাটাগোরিতে ৩ জন পুরুষ ও ৩ জন নারীকে নগদ অর্থ ও ক্রেস্ট এবং ভেটেরান ক্যাটাগরিতে (পঞ্চাশোর্ধ ক্যাটাগরি) ৩ জনকে ক্রেস্ট প্রদান করা হয়। আয়োজনের প্রতিপাদ্য ছিল ‘রক্ষা করি, বন্যপ্রাণী সংরক্ষণ করি’।

Leave a Reply

scroll to top