পিরোজপুরের কাউখালী উপজেলার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবন নির্মাণে দুর্নীতির অভিযোগে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ০৩ প্রকৌশলী ও ০১ঠিকাদারের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সোমবার (২১ এপ্রিল) রাতে দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ মোফাজ্জেল হোসেন সম্রাট বাদী হয়ে দুদক কার্যালয়ে এ মামলাটি দায়ের করেন।
মামলায় আসামিরা হলেন, পিরোজপুর স্বাস্থ্য ও প্রকৌশল অধিদপ্তরের সাবেক সহকারী প্রকৌশলী বজলুর রহমান খান, বরিশালের সাবেক নির্বাহী প্রকৌশলী দুলাল চন্দ্র সরকার,সাবেক উপ-সহকারী প্রকৌশলী শৈলেন্দ্রনাথ মন্ডল ও ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স নুরী এন্টারপ্রাইজ এর স্বত্বাধিকারী সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানকের ভাই নাসির উদ্দিন লিটু। সোমবার রাতে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানান দুদক।
মামলার বিবরণীতে জানা যায়,পিরোজপুরের কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩১ থেকে ৫০ শয্যায় উন্নীতকরন,নতুন ভবন নির্মাণসহ আরো দুটি আবাসিক ভবন নির্মাণের জন্য কার্যাদেশ আহ্বান করা হয়।এসব ভবন নির্মাণে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সাড়ে ৫ কোটি টাকা বরাদ্দ দেয়। টেন্ডারের মাধ্যমে কাজটি পায় মেসার্স নূরী এন্টারপ্রাইজ। নির্ধারিত সময়ের মধ্যে কাজটি শেষ করতে না পারা ও নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে।ঠিকাদারি প্রতিষ্ঠান মাত্র ২০ শতাংশ কাজ করে নির্মাণ কাজ ফেলে রাখেন।ওই কাজের বিপরীতে ঠিকাদারি প্রতিষ্ঠান ০১ কোটি ৩৫ লক্ষ টাকা বিল উত্তোলন করেন, কিন্তু ঘটনার পর ২০১২ সালের ১৯ মার্চ একটি তদন্ত কমিশন গঠন করেন। কাজ না করে অতিরিক্ত ৭১ লাখ টাকা উত্তোলনের বিষয়টি উঠে আসে। যার প্রেক্ষিতে নুরী এন্টারপ্রাইজ এর সাথে চুক্তি বাতিলে উচ্চ পর্যায়ের একটি তদন্ত কমিটি গঠন করেন।
বিবরণীতে আরো জানা যায়, মামলার আসামিদের যোগ সাজোশে ৭১ লক্ষ ৭৯ হাজার টাকা আত্ম স্বাদের চেষ্টা ও রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি সাধনে তাদের বিরুদ্ধে মামলা করেন।
এ বিষয়ে দুদকের পিরোজপুর সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ আমিনুল ইসলাম জানান,মামলায় আসামীরা সরকারী অর্থ আত্মসাৎ এবং রাষ্ট্রীয় সম্পদের ক্ষতিসাধন করে দন্ডবিধি ৪০৯/৪২০/ ৫১১/১০৯ ধারায় এবং তৎসহ ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন, আসামিসের গ্রেফতারে চেষ্টা চলছে।