নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) জন্য এটি এক অনন্য গর্বের মুহূর্ত। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ২০২৩-২৪ অর্থবছরের গবেষণা অনুদানের তালিকায় নোবিপ্রবির শিক্ষা বিভাগের তিনজন শিক্ষকের নাম অন্তর্ভুক্ত করেছে।
‘কলা, সামাজিক বিজ্ঞান ও বিজনেস’ বিভাগে নির্বাচিত গবেষণা প্রকল্পের জন্য অনুদান পেয়েছেন—
অধ্যাপক ড. বিপ্লব মল্লিক
সহকারী অধ্যাপক নওরিন ইয়াসমিন
সহকারী অধ্যাপক ফাতেমা বেগম পপি
ইউজিসি’র গবেষণা অনুদান ও পুরস্কার বিভাগ কর্তৃক অনুমোদিত ৩৫টি গবেষণা প্রকল্পের মধ্যে তাদের প্রস্তাবিত গবেষণা বিষয়বস্তু গুণগত মান, সামাজিক প্রাসঙ্গিকতা এবং একাডেমিক অবদানের দিক দিয়ে বিশেষভাবে বিবেচিত হয়।
এই সাফল্য শুধু সংশ্লিষ্ট শিক্ষকদের জন্য নয়, বরং গোটা বিশ্ববিদ্যালয় পরিবারের জন্যই এক গৌরবজনক অর্জন। এটি বিশ্ববিদ্যালয়ের গবেষণাধর্মী পরিবেশ ও একাডেমিক উৎকর্ষকে নতুন মাত্রায় উন্নীত করবে বলে আশা প্রকাশ করেছেন নোবিপ্রবির সংশ্লিষ্টরা।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শিক্ষক সমিতি এবং শিক্ষার্থীরা এই কৃতিত্বপূর্ণ অর্জনের জন্য সংশ্লিষ্ট তিনজন শিক্ষককে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
উল্লেখ্য, নোবিপ্রবি দীর্ঘদিন ধরেই গবেষণাভিত্তিক শিক্ষায় গুরুত্ব দিয়ে আসছে, এবং এই অর্জন ভবিষ্যতে আরও গঠনমূলক গবেষণা ও জ্ঞানচর্চার পথ উন্মুক্ত করবে বলে শিক্ষাবিদেরা আশাবাদী।