সাংবাদিক দম্পতি সাগর সারওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্তসংক্রান্ত ডিবির নথি আগুনে পুড়ে গেছে—এমন তথ্য সঠিক নয় বলে জানিয়েছেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আরসাদুর রউফ। মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
আরসাদুর রউফ বলেন, “সাগর-রুনি হত্যা মামলার তদন্তের সময় ৬ মাস বাড়ানো হয়েছে। কেউ কেউ ডিবির নথি পুড়ে যাওয়ার খবর দিচ্ছেন, যা সঠিক নয়। আগুনে পুড়ে যাওয়ার কথা বলা হয়নি। মূলত, ডিবির অধিকাংশ কর্মকর্তার বদলির কারণে পুরোনো নথি খুঁজে পেতে সময় লাগছে।”
এর আগে, রাষ্ট্রপক্ষ হাইকোর্টকে জানিয়েছিল, মামলার কিছু নথি আংশিকভাবে আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে মঙ্গলবার অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল স্পষ্ট করেন যে, এমন কোনো ঘটনা ঘটেনি।
তিনি আরও জানান, রাষ্ট্রপক্ষ তদন্তের জন্য ৯ মাস সময় বাড়ানোর আবেদন করেছিল। তবে বাদীপক্ষের আইনজীবী শিশির মনির ৩ মাস সময় বাড়ানোর পক্ষে মত দেন। পরে আদালত ৬ মাস সময় বৃদ্ধির মৌখিক আদেশ দেন।