মঙ্গলবার (২২ এপ্রিল) বিবিসির প্রতিবেদনে জানানো হয়, কাতার ও মিশর, যারা ইসরাইল-হামাস যুদ্ধবিরতির আলোচনায় মধ্যস্থতাকারী, নতুন একটি দীর্ঘমেয়াদি যুদ্ধবিরতি প্রস্তাব করেছে। এক জ্যেষ্ঠ ফিলিস্তিনি কর্মকর্তা, যিনি এই আলোচনার সাথে পরিচিত, বিবিসিকে জানিয়েছেন, প্রস্তাবে যুদ্ধবিরতি পাঁচ থেকে সাত বছর পর্যন্ত স্থায়ী হওয়ার কথা বলা হয়েছে।
প্রস্তাবে ইসরাইলি কারাগারে বন্দি ফিলিস্তিনিদের বিনিময়ে সমস্ত ইসরাইলি জিম্মিকে মুক্তি দেওয়ার কথা রয়েছে। এছাড়া, যুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তির কথাও বলা হয়েছে। নতুন প্রস্তাবে গাজা থেকে সম্পূর্ণ ইসরাইলি সেনা প্রত্যাহার করার কথা বলা হয়েছে।
এদিকে, হামাসের একটি জ্যেষ্ঠ প্রতিনিধিদল কায়রোতে আলোচনার জন্য যাবেন বলে জানা গেছে।
গত মাসে ইসরাইল পুনরায় বোমাবর্ষণ শুরু করলে শেষ যুদ্ধবিরতি ভেঙে যায়। এরপর উভয় পক্ষ একে অপরকে যুদ্ধবিরতি ভাঙার জন্য দায়ী করে।
এ বিষয়ে ইসরাইল কাতার ও মিশরের নতুন পরিকল্পনা সম্পর্কে কোনো মন্তব্য করেনি।