ভর্তিতে বাড়তি ‘শিক্ষার্থী কল্যাণ ফি’ বাতিলের দাবি জাবি ছাত্র ইউনিয়নের

New-Project-17-7.jpg

ভর্তিতে বাড়তি ‘শিক্ষার্থী কল্যাণ ফি’ বাতিলের দাবি জাবি ছাত্র ইউনিয়নের

জাবি প্রতিনিধি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ভর্তি ফি’র সঙ্গে নতুন করে আরোপিত ৬,০০০ টাকার ‘শিক্ষার্থী কল্যাণ ফি’ বাতিল এবং ইতোমধ্যে আদায়কৃত অর্থ ফেরতের দাবিতে উপাচার্যের কাছে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংসদ। সোনবার (২১ এপ্রিল) দেওয়া স্মারকলিপিতে তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনের এই সিদ্ধান্তকে অন্যায্য, অস্বচ্ছ ও বৈষম্যমূলক বলে আখ্যা দিয়েছে।

স্মারকলিপিতে বলা হয়, গত ১৪ মার্চ ২০২৪ তারিখে বিশ্ববিদ্যালয় ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তি ফি বাবদ এককালীন ৬,০০০ টাকার ‘শিক্ষার্থী কল্যাণ ফি’সহ মোট ১৪,১৮৯ টাকা নির্ধারণ করে। এটি শিক্ষার্থীদের উপর অযৌক্তিক আর্থিক চাপ সৃষ্টি করেছে। ছাত্র ইউনিয়নের দাবি, এভাবে ফি আরোপের মাধ্যমে বিশ্ববিদ্যালয়কে বাণিজ্যিকীকরণের পথে নেওয়া হচ্ছে, যা নিম্নবিত্ত ও মধ্যবিত্ত পরিবারের শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ থেকে বঞ্চিত করছে।

স্মারকলিপিতে আরও উল্লেখ করা হয়,, অতীতেও ‘বিভাগ উন্নয়ন ফি’ বাতিলের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে প্রশাসনকে তা প্রত্যাহার করতে হয়েছিল। এখন একই ধরনের ফি নতুন নামে আরোপ করা হয়েছে, যা শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণার শামিল।

স্মারকলিপিতে ছাত্র ইউনিয়ন তিন দফা দাবি তুলে ধরেছে: ১.শিক্ষার্থী কল্যাণ ফি বাতিল করা, ২. ইতোমধ্যে যেসব শিক্ষার্থী এই অর্থ দিয়েছে, তাদের ফেরত দেওয়া এবং ৩. বিশ্ববিদ্যালয়ের ভর্তি ও প্রশাসনিক খরচের বিস্তারিত খাত স্বচ্ছভাবে প্রকাশ করা।

স্মারকলিপির শেষে বলা হয়, দাবিগুলো অতিসত্বর বাস্তবায়ন না হলে তারা বৃহত্তর ছাত্র আন্দোলনে যেতে বাধ্য হবে এবং তার দায়ভার প্রশাসনকেই নিতে হবে।

Leave a Reply

scroll to top