প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম পারভেজের নির্মম হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল। আজ সোমবার (২১ এপ্রিল) উদ্যোগে রাজু ভাস্কর্যের সামনে এই মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক মো. রফিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান সুমন, সদস্য সচিব তারিকুজ্জামান অপু সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক মো. রফিকুল ইসলাম বলেন, “পারভেজের মতো একজন সাহসী এবং আদর্শবান নেতাকে যেভাবে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে, তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এই হত্যার পিছনে কারা জড়িত, আমরা স্পষ্টভাবে জানতে চাই, এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আমরা এই ইস্যুতে রাজপথে থাকব।”
যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান সুমন বলেন, “এটি কোনো একক হত্যাকাণ্ড নয়, বরং একটি রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ। প্রশাসনের নিরবতা এবং তদন্তে অগ্রগতি না থাকায় আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি। যারা পারভেজকে হারিয়েছে, তারা কেবল একজন সহযোদ্ধাকে নয়, একজন সংগ্রামী নেতৃত্বকে হারিয়েছে।”
সদস্য সচিব তারিকুজ্জামান অপু বলেন, “পারভেজ ছিলেন সাধারণ ছাত্রদের কণ্ঠস্বর। তার হত্যার মাধ্যমে একটি ভীতিকর বার্তা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আমরা তা হতে দেব না। দোষীদের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।”
মানববন্ধনে আরও বক্তব্য রাখেন সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা দ্রুত সময়ের মধ্যে হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। মানববন্ধন শেষে একটি শান্তিপূর্ণ মিছিল রাজু ভাস্কর্য থেকে টিএসসি পর্যন্ত প্রদক্ষিণ করে।