ঢাবিতে ছুরিকাঘাতে নিহত পারভেজের গায়েবানা জানাজা

New-Project-8-11.jpg

ঢাবিতে ছুরিকাঘাতে নিহত পারভেজের গায়েবানা জানাজা

ঢাবি প্রতিনিধি

রাজধানীর প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজের ছুরিকাঘাতে নির্মম হত্যার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। রোববার রাত সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরে শিক্ষার্থীদের একাংশ এই জানাজা আয়োজন করেন। জানাজা শেষে খুনিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেন।

বিক্ষোভ মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল এলাকা ও ক্যাম্পাস চত্বর প্রদক্ষিণ করে। মিছিলে শিক্ষার্থীরা ‘আমার ভাই মরল কেন, প্রশাসন জবাব চাই’, ‘পারভেজ হত্যার বিচার চাই’, ‘সন্ত্রাসীদের ঠাঁই নাই’, ‘আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না’—এমন নানা স্লোগানে হত্যাকাণ্ডের প্রতিবাদ জানান।

ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি বিন ইয়ামিন মোল্লা বলেন, “বিশ্ববিদ্যালয়গুলোতে লাশের রাজনীতি, খুন এবং হত্যার সংস্কৃতি বন্ধে গত জুলাইয়ে আমরা রাজপথে নেমেছিলাম। কিন্তু আজও এই হত্যার সংস্কৃতি থেমে নেই। আমাদের মানবিক ও নৈতিক মূল্যবোধকে জাগ্রত করা এখন সময়ের দাবি।”

তিনি আরও বলেন, “খুনিদের একমাত্র পরিচয় তারা খুনি। কোনো আশ্রয়ে যেন তারা রক্ষা না পায়। অবিলম্বে তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।”

ইতিহাস বিভাগের শিক্ষার্থী এমদাদ আহমদ বলেন, “জুলাইয়ের আন্দোলনের অন্যতম লক্ষ্য ছিল শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা। কিন্তু তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দিবালোকে পারভেজকে হত্যা করা হয়েছে—এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। প্রশাসনকে দ্রুত ব্যবস্থা নিতে হবে।”

জুলাই আন্দোলনের অগ্রনায়ক মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ বলেন, “ভিডিও ফুটেজে যেভাবে ছুরি চালানো হয়েছে, তাতে মনে হচ্ছে খুনি ছিল প্রশিক্ষিত। বিষয়টি গভীরভাবে তদন্ত করা প্রয়োজন।”
তিনি আরও বলেন, “জুলাইয়ের পদধারী একটি ছাত্র প্ল্যাটফর্মের সঙ্গে জড়িত দুজনের নাম খুনিদের তালিকায় উঠে এসেছে। ইতোমধ্যেই এ প্ল্যাটফর্ম নানা বিতর্কের জন্ম দিয়েছে। তাই বিলম্ব না করে তা বিলুপ্ত ঘোষণা করার আহ্বান জানাই।”

শিক্ষার্থীরা জানান, তারা এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত, দায়ীদের গ্রেপ্তার ও বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন।

Leave a Reply

scroll to top