আজ রাজধানীর কোথায় কী?

New-Project-24-4.jpg

আজ রাজধানীর কোথায় কী?

২৪ ঘণ্টা বাংলাদেশ

দেশের রাজনৈতিক পট পরিবর্তন পর থেকেই বেশ সক্রিয় হয় উঠেছে রাজধানী ঢাকা। ঢাকায় প্রতিদিন নানা কর্মসূচি পালন করে সরকারের বিভিন্ন দফতর, সংস্থা এবং অনেক সংগঠন। প্রতিদিনের উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে কী কী আছে, দিনের শুরুতেই তা জেনে নিতে পারেন। আজ সোমবার (২১ এপ্রিল) দিনের শুরুতেই উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে কী কী রয়েছে, দিনের শুরুতেই তা জেনে নিতে পারেন।

বিএনপির কর্মসূচি

গুলশান চেয়ারপার্সন অফিসে লিয়াঁজো কমিটির বৈঠক হবে। বাদ আসর লেবার পার্টি এবং বাদ মাগরিব জাতীয়তাবাদী সমমনা জোটের সঙ্গে এ বৈঠক হবে। বিএনপির নেতৃত্ব দেবেন লিয়াঁজো কমিটি প্রধান ও স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সক্রিয় নেতা ও জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের অকুতোভয় সংগ্রামী জাহিদুল ইসলাম পারভেজকে ছুরিকাঘাত করে হত্যাকারী সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার ও বিচারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করবে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল। দুপুর ১টায় মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) থেকে আরম্ভ করে ক্যাম্পাস প্রদক্ষিণ করার পর সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে প্রতিবাদ সমাবেশের মাধ্যমে সমাপ্ত হবে।

জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক

জাতীয় সংসদের এল.ডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে সকাল ১০টায় বাংলাদেশ খেলাফত মজলিস এবং বিকেল ৩টায় জাতীয় গণফ্রন্টের বৈঠক হবে।

রেল এবং স্বাস্থ্য উপদেষ্টার কর্মসূচি

সকাল ১০টায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশ রেলওয়ে হাসপাতালসমূহ সুষ্ঠু ও যৌথ ব্যবস্থাপনায় পরিচালনার লক্ষ্যে রেলপথ মন্ত্রণালয় ও স্বাস্থ্য সেবা বিভাগের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এবং স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম উপস্থিত থাকবেন।

শ্রম সংস্কার কমিশনের সংবাদ সম্মেলন

বাংলাদেশের প্রাতিষ্ঠানিক এবং অপ্রাতিষ্ঠানিক শ্রমিকদের অধিকার সুরক্ষা ও মর্যাদাপূর্ণ জীবনযাপনের লক্ষ্যে গঠিত শ্রম সংস্কার কমিশন প্রধান উপদেষ্টার কাছে তার প্রতিবেদন জমা দেবে। এই লক্ষে শ্রম ভবনে বিকেল ৪টায় একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

ধর্ম উপদেষ্টার কর্মসূচি

মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পের আওতায় ঢাকা জেলার কর্মশালায় যোগ দেবেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। সকাল সাড়ে ১০টায় বিশ্বসাহিত্য কেন্দ্রে এ কর্মশালা হবে।

Leave a Reply

scroll to top