সিলেট টেস্টের প্রথম দিনের শুরুতেই জোড়া উইকেট হারায় বাংলাদেশ। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও অভিজ্ঞ মুমিনুল হক দলের হাল ধরার চেষ্টা করলেও খুব একটা সফল হননি। প্রথম টেস্টের প্রথম ইনিংসে টাইগারদের দৌড় থেমেছে ১৯১ রানে। দলের হয়ে সর্বোচ্চ ৫৬ রান করেছেন মুমিনুল। দ্বিতীয় সর্বোচ্চ ৪০ রান করেছেন শান্ত।
ম্যাচ রির্পোট
রোববার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। ব্যাট করতে নেমে ভালো শুরুর আভাস দেন দুই ওপেনার মাহমুদুল হাসান জয় ও সাদমান ইসলাম। ৩১ রানের জুটি গড়েন তারা। তবে মাত্র ১ রানের ব্যবধানে জোড়া উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। সাদমান ২৩ বলে ১২ ও জয় ৩৫ বলে ১৪ রান করে সাজঘরে ফিরে যান। এরপর শান্ত ও মুমিনুল মিলে শুরুর ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করেন।
জিম্বাবুয়ের বোলারদের আর কোনো সুযোগ না দিয়ে রানের চাকা সচল রাখেন এই দুই ব্যাটার। ২৪ ওভারে ২ উইকেট হারিয়ে ৮৪ রান সংগ্রহ করে মধ্যাহ্ন বিরতিতে যায় বাংলাদেশ। এর মধ্যেই শুরু হয় গুড়ি গুড়ি বৃষ্টি। তবে বেশিক্ষণ অপেক্ষা করার প্রয়োজন পড়েনি। তবে বিরতি থেকে ফিরেই একের পর এক উইকেট হারাতে থাকে বাংলাদেশ। শান্ত ৪০, মুশফিকুর রহিম ৪, মেহেদী হাসান মিরাজ ১ ও তাইজুল ইসলাম ৩ রান করে আউট হন।
এই উইকেট হারানোর মিছিলের মাঝে ফিফটির দেখা পান মুমিনুল। তবে বেশিক্ষণ টিকতে পারেননি তিনি। ৫৬ রান করেন সাজঘরে ফিরে যান। ৫০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ১৫৪ রান নিয়ে চা বিরতিতে যায় বাংলাদেশ।
টপ অর্ডারদের ব্যর্থতার পর দল যখন খাদের কিনারায়, জাকের আলী লড়ছিলেন হাসান মাহমুদকে নিয়ে। তাদের ওই লড়াইটাও দীর্ঘ হলো না। ৩০ বলে ১৯ রান করে আউট হন হাসান মাহমুদ। ব্লেসিং মুজারাবানির বলে বোল্ড হন তিনি। জাকের আলির সঙ্গে ৬৭ বলে ৪১ রানের জুটি ভেঙে যায় তাতে। এরপর বেশিক্ষণ ক্রিজে পা টেকাতে পারেননি জাকে। ৫৯ বলে ২৮ রান করে সাজঘরে ফেরেন জাকের।
৬০তম ওভারের দ্বিতীয় বলে জাকের আলী, ষষ্ঠ বলে নাহিদ রানা—পাঁচ বলের মধ্যে বাংলাদেশের শেষ দুই উইকেট তুলে নেন মাধেভেরে। বাংলাদেশ দলের প্রথম ইনিংস থেমে যায় ১৯১ রানে।
জিম্ববুয়ের হয়ে ৩টি করে উইকেট নিয়েছেন মাসাকাদজা (২১ রান দিয়ে) ও মুজারাবানি (দিয়েছেন ৫০ রান)। মাধেভেরে ও ভিক্টর নিয়াউচি নিয়েছেন দুটি করে উইকেট।