জিম্বাবুয়ের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

New-Project-12-5.jpg

জিম্বাবুয়ের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

২৪ ঘণ্টা বাংলাদেশ

দীর্ঘদিন পর আবাও লাল বলের ক্রিকেটে মাঠে নামছে টাইগাররা। সিলেটে বছরের প্রথম টেস্টে জিম্বাবুয়ের বিপক্ষে টস জিতেছে বাংলাদেশ। টস জিতে শুরুতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন নাজমুল হোসেন শান্ত। দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ১০টায়।

লাল বলের ক্রিকেট দুই দলের সর্বশেষ দেখা হয়েছে ২০২১ সালে। জিম্বাবুয়ের মাটিতে সেই টেস্ট সিরিজে বাংলাদেশ জিতেছিল। বাংলাদেশের বিপক্ষে সর্বশেষ ২০১৮ সালে টেস্ট জিতেছিল জিম্বাবুয়ে। সেই টেস্টটি হয়েছিল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে, সেটি ছিল আবার সিলেট ভেন্যুর প্রথম টেস্ট।

একাদশে থাকছেন কারা

বাংলাদেশ নামছে তিন পেসার নিয়ে, নাহিদ রানা খেলছেন।  এই ম্যাচে টাইগারদের একাদশে ফিরেছেন সাদমান ইসলাম। ওপেনিংয়ে সাদমান ইসলামের সঙ্গী মাহমুদুল হাসান, স্কোয়াডে থাকলেও একাদশ থেকে বাদ পড়েছেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলা বাংলাদেশের সর্বশেষ টেস্টের একাদশ থেকে জাকির হাসান।

এদিকে উইকেটকিপারের ভূমিকায় কে থাকবেন, এ নিয়ে ম্যাচের আগের কয়েক দিন বেশ আলোচনা ছিল। কাল পর্যন্তও তা নিশ্চিত করে বলেননি অধিনায়ক নাজমুল। উইকেটকিপারের দায়িত্বটা থাকছে জাকেরের কাঁধে।

বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ, সাদমান ইসলাম, মাহমুদুল হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, জাকের আলী, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, নাহিদ রানা ও খালেদ আহমেদ।

জিম্বাবুয়ে একাদশ: বেন কারান, ব্রায়ান বেনেট, নিকোলাস ওয়েলচ, শন উইলিয়ামস, ক্রেইগ আরভিন (অধিনায়ক), ওয়েসলি মাধেভেরে, নিয়াশা মায়াভো (উইকেটরক্ষক), ওয়েলিংটন মাসাকাদজা, রিচার্ড এনগারাভা, ব্লেসিং মুজারাবানি ও ভিক্টর নিয়াউচি।

Leave a Reply

scroll to top