অধস্তন ফোর্সের জন্য আবাসন মানোন্নয়ন হচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

রাস্তায় মানুষ বলছে, আপনারা আরও পাঁচ বছর থাকেন
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক, মুহাম্মাদ নূরে আলম

পুলিশের অধস্তন ফোর্সের আবাসন ও খাবারের মানোন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

আজ (১৯ এপ্রিল) দুপুরে রাজধানীর বিমানবন্দর, উত্তরা পশ্চিম ও তুরাগ থানার পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ তথ্য জানান উপদেষ্টা।

তিনি বলেন, “পরিদর্শনের মূল উদ্দেশ্য ছিল অধস্তন পুলিশ সদস্যদের থাকা-খাওয়ার ব্যবস্থা সরেজমিন পর্যবেক্ষণ করা। বাস্তবে দেখা গেছে, তাদের আবাসনের অবস্থা খুবই নাজুক। প্রধান উপদেষ্টা আমাদের নির্দেশ দিয়েছেন কীভাবে এই অবস্থা উন্নত করা যায়—সে অনুযায়ী বিভিন্ন থানা পরিদর্শন করছি।”

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও জানান, রাজধানীর প্রতিটি থানাকে নিজস্ব জমি ও ভবনে স্থানান্তরের পরিকল্পনা নেওয়া হয়েছে, যাতে নাগরিক সেবা আরও উন্নত হয় এবং জনদুর্ভোগ কমে। আগামী ১ সেপ্টেম্বরের মধ্যে নয়টি থানা নিজস্ব স্থানে স্থানান্তরিত হবে, পর্যায়ক্রমে বাকি থানাগুলোকেও স্থানান্তরের উদ্যোগ নেওয়া হবে।

ফ্যাসিস্ট সরকারের আমলে দায়ের করা কথিত মিথ্যা মামলায় হয়রানির প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে উপদেষ্টা বলেন, “মিথ্যা মামলায় কাউকে যাতে হয়রানি করা না হয়, সে বিষয়ে পুলিশকে আগেই নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া সংশ্লিষ্ট ওসিদের গণমাধ্যমের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতে এবং সঠিক তথ্য দিতে বলা হয়েছে।”

আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে তিনি বলেন, “১৮ কোটি মানুষের দেশে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ সহজ কাজ নয়। তবে পরিস্থিতির উন্নতি হচ্ছে এবং সামনে আরও হবে।” আওয়ামী লীগের কর্মসূচি ও ঝটিকা মিছিলের সময় পুলিশের নিষ্ক্রিয়তা নজরে এলে কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি।

পরিদর্শনের একপর্যায়ে উপদেষ্টা আকস্মিকভাবে রাজধানীর পল্লবী থানাও পরিদর্শন করেন।

Leave a Reply

scroll to top