আজ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের দ্বিতীয় শিফটে অনুষ্ঠিত পরীক্ষার সময় এক পরীক্ষার্থী ভুলে অন্য এডমিট কার্ড প্রিন্ট করে আনেন। পরীক্ষার হলে ঢোকার আগ মূহুর্তে বিষয়টি দৃষ্টিগোচর হলে তিনি অত্যান্ত দুশ্চিন্তাগ্রস্থ হয়ে পরেন। এসময় সত্যেন্দ্রনাথ বসু একাডেমিক বিল্ডিং এর সামনে ছাত্রদলের বুথে দায়িত্ব পালন করছিলেন ছাত্রদল নেতা রাফায়েতুল রাবিত। বিপদগ্রস্থ পরীক্ষার্থী বিষয়টি তাকে জানালে তিনি তাৎক্ষণিক মোটরসাইকেল নিয়ে ক্যাম্পাসের বাইরে গিয়ে এডমিট কার্ড প্রিন্ট করিয়ে আনেন। উল্লেখ্য, ভর্তি পরীক্ষা চলাকালীন ক্যাম্পাসে ফটোকপি ও প্রিন্টের দোকান বন্ধ থাকে।
পরীক্ষার্থী এডমিট কার্ড পেয়ে খুশি মনে বলেন ,” আমি ভুলে অন্য এডমিট কার্ড এনেছিলাম, রাবিত ভাই দ্রুততম সময়ে আমাকে নতুন করে এডমিট কার্ড প্রিন্ট করে দিয়েছেন।”
এ বিষয়ে ছাত্রদল নেতা রাফায়েতুল রাবিত বলেন , ” আমরা পরীক্ষার্থীদের পাশে থাকার উদ্দেশ্যে ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টে বুথ দিয়েছি। এই সময়টাতে পরীক্ষার্থীরা স্বাভাবিকভাবেই একটু উদ্বিগ্ন থাকে, আমরা তাদের পাশে থাকার জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি।”
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার্থীদের সেবা প্রদান করার জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের উদ্যোগে বেশ কয়েকটি হেল্পডেস্ক বুথ বসেছে। রাবি ছাত্রদলের এমন উদ্যোগ ভর্তি পরীক্ষার্থীদের কাছে খুব প্রশংসা কুড়িয়েছে। সিরাজগঞ্জ থেকে ভর্তি পরীক্ষা দিতে আসা ফাহিম আহমদ বলেন: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে আসা সবাই হয়তো এই প্রথম রাবি ক্যাম্পাসে এসেছে। আমার মতো সবার কাছেই হয়তো রাবির সবকিছুই অপরিচিত।এই হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদল শিক্ষার্থীদের সেবা প্রদান করার জন্য যে উদ্যোগ নিয়েছে তা সত্যিই প্রশংসনীয়।