বলিউডের সবচেয়ে জনপ্রিয় অনস্ক্রিন জুটির একটি শাহরুখ খান ও কাজল। তবে বাস্তবে একে অপরের ‘মন’ জয় করলেন না কেন? উঠে এলো চমকপ্রদ উত্তর।

প্রেম নিয়ে মুখ খুললেন শাহরুখ-কাজল! বাজিগর থেকেই ছিল ‘তৃতীয় ব্যক্তি’?

বলিউডের সবচেয়ে জনপ্রিয় অনস্ক্রিন জুটির একটি শাহরুখ খান ও কাজল।
SEO Expert বিনোদন ডেস্ক

বলিউডের কিংবদন্তি জুটি শাহরুখ খান ও কাজল—যাদের নাম শুনলেই চোখের সামনে ভেসে ওঠে দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে, কুছ কুছ হোতা হে, কাভি খুশি কাভি গাম কিংবা মাই নেম ইজ খান-এর রোমান্টিক মুহূর্ত। এই অনবদ্য রসায়নের জন্য ভক্তরা বহু বছর ধরে মনে রেখেছেন এই জুটিকে। কিন্তু বাস্তবজীবনে শাহরুখ ও কাজল কখনোই একে অপরের প্রেমে পড়লেন না কেন? সম্প্রতি একটি সাক্ষাৎকারে তারা মুখ খুললেন সেই নিয়েই।

বাজিগর’ থেকেই ছিল একজন তৃতীয় ব্যক্তি?

বলিউডে যাত্রা শুরুর সময় থেকেই কাজল ছিলেন অজয় দেবগনের প্রেমে। ১৯৯৯ সালে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। অন্যদিকে, শাহরুখ খান ইন্ডাস্ট্রিতে পা রাখার আগেই বিয়ে করেছিলেন প্রেমিকা গৌরী খানকে। ফলে তাদের রিল লাইফ রোমান্স যতই জমজমাট হোক, রিয়েল লাইফে তা কখনোই সম্ভব হয়ে ওঠেনি।

একটি সাম্প্রতিক সাক্ষাৎকারে এই প্রসঙ্গ তুলতেই মজার ছলে কাজল বলেন,
“আমি বলতে পারব না সত্যিই কী হতো। বাজিগরের সময় আমি অজয়ের সঙ্গে সম্পর্কে ছিলাম।”

এ কথা শুনে হেসে ফেলেন শাহরুখ খান। হাসির ছলে তিনি বলেন,
“হ্যাঁ, আমিও তখন অজয়ের সঙ্গে সম্পর্কে ছিলাম!”
তার এই মন্তব্যে হাসির রোল পড়ে যায় উপস্থিত দর্শকদের মধ্যে।

অনেকেই বলেন, শাহরুখ খান মানেই রসবোধে ভরপুর এক চরিত্র। তিনি কখনোই খুব সহজে তার ব্যক্তিগত জীবন নিয়ে প্রকাশ্যে আলোচনা করেন না। তাই এই বক্তব্যের ভেতরেও লুকিয়ে থাকতে পারে রসিকতা এবং বাস্তবতার মিলন।

শাহরুখ-কাজলের রসায়ন: অনস্ক্রিন ম্যাজিক

তাদের প্রথম সিনেমা বাজিগর মুক্তি পায় ১৯৯৩ সালে। সেখান থেকেই শুরু হয় এই ‘গোল্ডেন জুটির’ পথচলা। এরপর একের পর এক সুপারহিট সিনেমা উপহার দেন তারা। বিশেষ করে দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে সিনেমাটি বলিউড ইতিহাসে সবচেয়ে দীর্ঘসময় ধরে চলা সিনেমা হিসেবে রেকর্ড গড়েছে।

তাদের অনস্ক্রিন কেমিস্ট্রি এতটাই জাদুকরী ছিল যে, অনেকেই ভাবতেন—বাস্তবেও তারা একে অপরকে পছন্দ করেন।

কিন্তু তাদের একাধিক সাক্ষাৎকারে স্পষ্ট হয়েছে—তারা একে অপরকে খুব ভালো বন্ধু হিসেবে সম্মান করেন এবং পেশাদার সম্পর্কের বাইরেও রয়েছে এক গভীর বন্ধন।

বাস্তব জীবনের ভালোবাসা

শাহরুখ খানের ভালোবাসার গল্প বলিউডের বাইরেই শুরু হয়েছিল। গৌরী খানের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠে কৈশোরে। নানা চড়াই-উতরাই পেরিয়ে অবশেষে ১৯৯১ সালে তারা বিয়ে করেন। তিন সন্তানের এই পরিবার আজও বলিউডের অন্যতম শক্তিশালী পরিবার হিসেবে বিবেচিত।

অন্যদিকে, কাজল ও অজয় দেবগনের প্রেমও সহজ ছিল না। একাধিক পারিবারিক জটিলতা পেরিয়ে অবশেষে ১৯৯৯ সালে তারা বিয়ে করেন। কাজল ও অজয় দম্পতি বলিউডে অন্যতম স্থিতিশীল সম্পর্কের উদাহরণ।

প্রেম না হলেও সম্পর্ক গভীর

শাহরুখ ও কাজল হয়তো কখনো প্রেমিক-প্রেমিকা হননি বাস্তবে, কিন্তু তারা বলিউডকে দিয়েছেন একের পর এক রোমান্টিক হিট। তাদের বন্ধুত্ব এবং পরস্পরের প্রতি শ্রদ্ধা এক অনন্য উদাহরণ।

কাজল একবার বলেছিলেন,
“শাহরুখের সঙ্গে কাজ করলে সবসময়ই একটা আলাদা কমফোর্ট জোন থাকে। আমরা একে অপরের মনের কথা বুঝতে পারি।”

শাহরুখ খানও বিভিন্ন সময়ে কাজলের প্রশংসা করেছেন—তার পেশাদারিত্ব, অভিনয় দক্ষতা এবং ব্যক্তিত্বের জন্য।

শাহরুখ খান ও কাজল যে বলিউডের ইতিহাসে এক অনন্য জুটি, তা নিয়ে কোনো সন্দেহ নেই। তারা হয়তো একে অপরের প্রেমে পড়েননি, কিন্তু তাদের বন্ধুত্ব, রসায়ন এবং পারস্পরিক শ্রদ্ধা এতটাই গভীর যে, তা প্রেমের থেকেও কোনো অংশে কম নয়।

আজও যদি ভক্তরা তাদের একসঙ্গে পর্দায় দেখতে পান, হৃদয়ে বাজে সেই পুরোনো সুর—”তুশে দেখা তো ইয়ে জানা সনম…”।

Leave a Reply

scroll to top