জাবি শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ, তদন্ত কমিটি গঠন

New-Project-12-4.jpg

জাবি শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ, তদন্ত কমিটি গঠন

জাবি প্রতিনিধি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের(জাবি) নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের একজন শিক্ষকের বিরুদ্ধে অভিযোগের প্রতিবাদে ক্লাস বর্জন ও অবস্থান কর্মসূচি পালন করেছেন বিভাগের সাধারণ শিক্ষার্থীরা। তারা অভিযোগটি “চক্রান্তমূলক ও ভিত্তিহীন” বলে দাবি করেছেন।

বুধবার (১৭এপ্রিল) সকাল ৯টায় বিভাগের মূল ফটকে তালা ঝুলিয়ে শিক্ষার্থীরা আন্দোলন শুরু করেন। এতে অন্তত ৫০ জন শিক্ষার্থী অংশ নেন। তারা দাবি করেন, অভিযুক্ত শিক্ষক ড. আফসানা হকের সঙ্গে অভিযোগের কোনো সম্পর্ক নেই এবং বিভাগীয় শিক্ষকরা তা লিখিতভাবে স্বীকার করবেন—এই মর্মে আজ বিকেল ৫টার মধ্যে বিবৃতি দিতে হবে।

শিক্ষার্থীরা চারটি প্রধান দাবিগুলো হল :
১. তৃতীয় পরীক্ষক নির্ধারণে ড. আফসানার সংশ্লিষ্টতা নেই—এই মর্মে বিভাগীয় বিবৃতি।
২. সাজিদ ইকবালের থিসিস আজকের মধ্যে তিনজন পরীক্ষকের মাধ্যমে প্রকাশ্যে মূল্যায়ন।
৩. তথ্য ফাঁসের তদন্ত করে তথ্যদাতার পরিচয় প্রকাশ।
৪. অভিযোগ মিথ্যা প্রমাণিত হলে সাজিদের বিরুদ্ধে বিভাগ কী ব্যবস্থা নেবে, তা লিখিতভাবে জানানো।

তারা হুঁশিয়ারি দেন, দাবি মানা না হলে কোনো একাডেমিক কার্যক্রমে অংশ নেবেন না এবং কর্তৃপক্ষ ব্যর্থ হলে,তাদের অপারগতা লিখিতভাবে স্বীকার করতে হবে।

এদিকে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিস থেকে জারি করা এক অফিস আদেশে জানানো হয়, অভিযোগ তদন্তে ৪ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির সভাপতি হিসেবে আছেন গণিত ও পদার্থ বিষয়ক অনুষদের ডিন অধ্যাপক ড. মাহবুব কবির। অন্য সদস্যরা হলেন ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. মো. মুহাম্মদ নজরুল ইসলাম, ফার্মেসী বিভাগের অধ্যাপক ড. মো. সোহেল রানা এবং সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবে ডেপুটি রেজিস্ট্রার (টিচিং) ড. এ বি এম কামরুজ্জামান।কমিটিকে ১০ কর্মদিবসে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

উল্লেখ্য, গত ১৮ মার্চ বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের ৪৯তম ব্যাচের শিক্ষার্থী সাজিদ ইকবাল উপাচার্যের কাছে অভিযোগ দেন, তার থিসিস মূল্যায়নে আওয়ামীপন্থী শিক্ষকদের রাজনৈতিক প্রতিহিংসার কারণে তার ফল বিপর্যয় ঘটে।

Leave a Reply

scroll to top