ডিপ্লোমা শিক্ষার্থীদের অযৌক্তিক দাবিতে সাস্ট শিক্ষার্থীদের তীব্র নিন্দা

New-Project-9-8.jpg

ডিপ্লোমা শিক্ষার্থীদের অযৌক্তিক দাবিতে সাস্ট শিক্ষার্থীদের তীব্র নিন্দা

২৪ ঘণ্টা বাংলাদেশ

ডিপ্লোমা শিক্ষার্থীদের আন্দোলনকে অযৌক্তিক দাবি করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। বুধবার (১৬ এপ্রিল) পলিঠ্যাকনিক শিক্ষার্থীদের আন্দোলন জন ভোগান্তির কারণ উল্লেখ করে শাবিপ্রবির শিক্ষার্থীদের পক্ষ থেকে বিবৃতিতে এই নিন্দা জানানো হয়েছে।

লিখিত ঐ বিবৃতিতে বলা হয়ম,, “সারা দেশের বিভিন্ন স্থানে ডিপ্লোমা শিক্ষার্থীদের ছয় দফা দাবির নামে যে নৈরাজ্য, জনদুর্ভোগ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানো হয়েছে, আমরা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (সাস্ট) এর পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। রেলপথ ও সড়ক অবরোধ করে অসুস্থ রোগী, স্কুল-কলেজের শিক্ষার্থী, এস.এস.সি. পরীক্ষার্থী এবং সাধারণ জনগণকে জিম্মি করে যে অমানবিক ও দায়িত্বহীন আচরণ করা হয়েছে—তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীর উপর হামলা এবং সার্বিকভাবে দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার প্রচেষ্টা চরম উদ্বেগজনক উল্লেখ করে বিবৃতিতে আরও বলা হয়, ”আমরা স্পষ্টভাবে বলতে চাই— জুলাই-আগস্টে যেই কোটা ব্যবস্থার জন্য দেশের হাজার হাজার ছাত্র-ছাত্রীসহ আপামর জনসাধারন জীবন দিয়েছে, সেই কোটা ব্যবস্থাকে পুনর্বহাল করার অযৌক্তিক ও আত্মঘাতী দাবির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ। ১০ম গ্রেডকে ডিপ্লোমা পাস শিক্ষার্থীদের জন্য সংরক্ষণের মাধ্যমে দেশের প্রকৃত ইঞ্জিনিয়ারিং সেক্টরকে জিম্মি করার পায়তারা চলছে—এটি একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র ও জুলাই-আগস্টে সংঘটিত বিপ্লবের সাথে বিশ্বাসঘাতকার সামিল। এই চক্রান্তের নেপথ্যে কিছু স্বার্থান্বেষী শিক্ষক ও গোষ্ঠীর ইন্ধন রয়েছে বলেও আমাদের বিশ্বাস।”

পরিশেষে এই আন্দোলনের তীব্র প্রতিবাদ জানিয়ে বিবৃতিতে বলা হয়, “এই পরিস্থিতিতে সরকারের দৃষ্টি আকর্ষণ করছি—জরুরি ভিত্তিতে কার্যকর ব্যবস্থা গ্রহণ করে সাধারণ জনগণের নিরাপত্তা ও প্রকৃত ইঞ্জিনিয়ারদের অধিকার নিশ্চিত করা হোক। দেশের প্রকৃত উন্নয়নের জন্য আমরা প্রযুক্তিবিদ এবং প্রকৌশলীরা মেধা ও ন্যায়ের ভিত্তিতে একসাথে কাজ করতে চাই—অরাজকতা ও বিভাজনের রাজনীতি চাই না। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (সাস্ট) এর পক্ষ থেকে আমরা তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই।”

Leave a Reply

scroll to top