হাইকোর্টের রিট বাতিলসহ ৬ দফা দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছে ময়মনসিংহ পলিটেকনিক শিক্ষার্থীরা। এতে মহাসড়কে দীর্ঘ ১০ কিলোমিটার যানযটের সৃষ্টি হয়েছে। বুধবার (১৬ এপ্রিল) দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বাইপাস এলাকায় এই কর্মসূচি করে শিক্ষার্থীরা।
দুপুর ১২ টায় পলিটেকনিক ইনস্টিটিউট শিক্ষার্থীরা কলেজ ক্যাম্পাস থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বাইপাস এলাকায় গিয়ে অবস্থান নেয়।
কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম খান মহাসড়কের বাইপাস এলাকায় অবরোধ করে রাখার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমি ঘটনাস্থলে আছি। হাইকোর্টের রিট বাতিলসহ ৬ দফা দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছে পলিটেকনিক শিক্ষার্থীরা।
সর্বশেষ খবর অনুযায়ী বেলা ৩ টা পর্যন্ত ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোদ্ধ অবস্থায় রয়েছে। শিক্ষার্থীরা বিভিন্ন দাবিতে বক্তব্য রাখছে। ঘটনাস্থলে সেনাবাহিনী উপস্তিত আছে।
আন্দোলনরত শিক্ষার্থীরা বলছেন, সারা বাংলাদেশে কারিগরি শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ করতে এবং যৌক্তিক দাবি আদায়ের লক্ষ্যে, সম্মিলিত প্রচেষ্টায় কারিগরি শিক্ষার্থীরা আন্দোলন করছে। লাখো শিক্ষার্থীর স্বপ্ন পূরণের উদ্দেশ্যকে সামনে রেখে উত্থাপিত হয় ৬ দফা দাবি। এটি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে।
এদিকে দীর্ঘদিন ৩ ঘন্টা মহাসড়ক অবরোধের কারণে বিভিন্ন সড়কে তীব্র যানজট দেখা দেয়। এতে আশেপাশের মহাসড়ক গুলো অচল হয়ে পড়ে। ঢাকা বাইপাস থেকে ত্রিশালের বইলোর পর্যন্ত দীর্ঘ ১০ কিলোমিটার রাস্তায় যানজট দেখা যায়। এছাড়াও শম্ভুগঞ্জ থেকে ব্রিজ হয়ে ঢাকা বাইপাস পর্যন্ত সড়কটিও বর্তমানে অচল অবস্থায় রয়েছে।
ময়মনসিংহ ট্রাফিক পুলিশের পরিদর্শক (প্রশাসন) আবু নাসের মোঃ জহির বলেন, শিক্ষার্থীদের ছয় দফা দাবি যৌক্তিক। তবে তিন ঘন্টা যাবত গুরুত্বপূর্ণ এ মহাসড়কটি অবরুদ্ধ থাকায় আশেপাশের সকল সড়কে দীর্ঘ যানজট লেগে আছে। প্রশাসন শিক্ষার্থীদের সাথে কথা বলছে। শিক্ষার্থীরা মহাসড়ক ছেড়ে দিলে আমরা দ্রুত যানজট নিরসন করব