বিগত বেশ কয়েক সপ্তাহের খরতাপ ও প্রচণ্ড গরমের পর অবশেষে রাজধানী ঢাকায় নেমেছে স্বস্তির বৃষ্টি। বুধবার (১৬ এপ্রিল) দুপুরের দিকে হঠাৎ করেই আকাশ মেঘলা হয়ে যায়, এরপর শুরু হয় মুষলধারে বৃষ্টি। এ বৃষ্টি যেন ক্লান্ত নগরবাসীর জন্য প্রকৃতির উপহার।
গত কয়েক সপ্তাহ ধরে রাজধানীতে চলছে তীব্র গরম ও দাবদাহ। দিনের তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছে যাচ্ছিল, যা জনজীবনকে একরকম অতিষ্ঠ করে তোলে। এই অবস্থায় হঠাৎ করে নেমে আসা বৃষ্টিতে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন সবাই। রাজধানী ঢাকা ছাড়াও বৃষ্টির দেখা মিলেছে সাতক্ষীরা, রংপুর, কুমিল্লাসহ দেশের বিভিন্ন জেলায়।
বৃষ্টির পর অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের অনুভূতি প্রকাশ করেছেন। কেউ কেউ বৃষ্টিতে ভিজে ছবি শেয়ার করেছেন, কেউ আবার লিখেছেন, “এই বৃষ্টি শুধু শরীর নয়, মনও ঠান্ডা করে দিলো।”
আবহাওয়া অফিস জানিয়েছে পশ্চিমা লঘুচাপ, এবং মৌসুমে বাতাসের প্রভাবে আগামী কয়েকদিন দেশের বিভিন্ন এলাকায় আরো বৃষ্টিপাত হতে পারে। ঢাকাতেও হতে পারে বিক্ষিপ্ত বৃষ্টি।
তবে বৃষ্টির কারণে রাজধানীর কিছু এলাকায় পানি জমে যানযটের সৃষ্টি হয়েছে। বিশেষ করে মালিবাগ, মিরপুর ও বাড্ডা এলাকায় যান চলাচলে কিছুটা ধীরগতি দেখা গেছে।