রিমান্ড শেষে কারাগারে ব্যারিস্টার সুমন

New-Project-79.jpg
২৪ ঘন্টা বাংলাদেশ ডেস্ক

বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন রাজধানীর মিরপুর মডেল থানায় দায়ের করা যুবদল নেতা ও বাঙালিয়ানা ভোজের সহকারী বাবুর্চি হৃদয় মিয়া হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার হবিগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য সৈয়দ সায়েদুল হককে (ব্যারিস্টার সুমন) কারাগারে পাঠানো হয়েছে।

রবিবার (২৭ অক্টোবর) মামলাটির তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল হালিম তাকে কারাগারে আটক রাখার আবেদন করলে জামিন চেয়ে শুনানি করেন আসামি পক্ষের আইনজীবীরা। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে মামলায় ৫ দিনের রিমান্ড শেষে সকালে আদালতে হাজির করা হয় ব্যারিস্টার সুমনকে।

 

Leave a Reply

scroll to top