সারা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আজ পহেলা বৈশাখে নানা আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন করা হলেও, তবে ব্যতিক্রম ঘটেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি)। সবাই যেখানে বৈশাখের প্রথম দিন নববর্ষ উদযাপন করে সেখানে ইবিতে নববর্ষ উদযাপন হবে ৩ বৈশাখ।
রোববার (১৩ এপ্রিল) বিকেলে “বাংলা বর্ষবরণ-১৪৩২” উৎসব উদযাপন কমিটির আহ্বায়ক ড. মো. মনজুর রহমান এবং সদস্য সচিব মো. শামীম আকতার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান, মঙ্গল শোভাযাত্রা, বৈশাখী মেলা এবং ঐতিহ্যবাহী খাবারের আয়োজন ছিল লক্ষ্যণীয়। শিক্ষার্থীরা রঙিন পোশাকে, মুখে হাসি আর মনভরা আনন্দে বরণ করে নিয়েছেন নতুন বছরকে । তবে পহেলা বৈশাখের পরিবর্তে ৩ বৈশাখে আয়োজন করায় ইবি শিক্ষার্থীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয় , এদিন বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে বাংলা নববর্ষ উপলক্ষে একটি শোভাযাত্রা এবং পরে বাংলা মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।প্রতিটি বিভাগকে বাঙালি ইতিহাস-ঐতিহ্য ও ইসলামী মূল্যবোধের আলোকে সজ্জিত হয়ে শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণের আহবান করা হয়েছে।
আহ্বায়ক ড. মো. মনজুর রহমান বলেন, বিশ্ববিদ্যালয়ের অবস্থান দুটি শহরের মধ্যবর্তী অঞ্চলে হওয়াতে ছুটির দিনে ক্যাম্পাসে সবার উপস্থিতি অনেক কম থাকার কারণে আমরা এ আয়োজনটি আগামী ১৬ তারিখ রাখার সিদ্ধান্ত নিয়েছি।