ঐতিহ্যবাহী বাংলা নববর্ষের এই দিনটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নানা আয়োজন-অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে বাংলা নববর্ষ ১৪৩২। এদিন সকাল ৯টায় চারুকলা চত্বরে মুক্তমঞ্চে বর্ষবরণের কর্মসূচি উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব।
বেলা ১০টায় অনুষ্ঠিত হয় বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা। এটি চারুকলা চত্বর থেকে শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় উপাচার্য, উপ-উপাচার্যদ্বয়সহ বিপুল সংখ্যক শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন। বর্ষবরণের কর্মসূচিতে আরো আছে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান ও বৈশাখী মেলার আয়োজন।
সেখানে উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন, উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা. ফরিদ উদ্দীন খান, কোষাধ্যক্ষ প্রফেসর মো. মতিয়ার রহমান, চারুকলা অনুষদের অধিকর্তা প্রফেসর মোহাম্মদ আলী, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ইফতিখারুল আলম মাসউদ, প্রক্টর প্রফেসর মো. মাহবুবর রহমান, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর মো. আখতার হোসেন মজুমদার, লিগ্যাল সেলের প্রশাসক প্রফেসর মো. আব্দুর রহিম মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনও নিজ নিজ কর্মসূচির মাধ্যমে বর্ষবরণ উদযাপন করে। বিশেষ করে রাবি ছাত্রদলের উদ্যোগে শিক্ষার্থীদের জন্য এক টাকায় পান্তা ইলিশের আয়োজন করে।
রাবি ছাত্রদলের আহ্বায়ক বলেন, বাংলা নববর্ষ আমাদের বাঙালি জাতির ঐতিহ্য। আমরা আমাদের ঐতিহ্য কে কখনো ভুলে যাবো না। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যেন এই ঐতিহ্য কে ভুলে না যায় সেই জন্য জন্য আমরা আমাদের নববর্ষকে বিভিন্ন আয়োজনের মাধ্যমে উদযাপন করবো সবসময়।
তাছাড়া রাবির সাধারণ শিক্ষার্থীরা অনেক আনন্দের সাথে বাংলা নববর্ষ কে বরণ করে নিচ্ছে। রাবির একজন সাধারণ শিক্ষার্থী ফাহিম বলেন,আমরা আমাদের নববর্ষকে আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা, ভিসি, প্রো ভিসি, অর্থাৎ রাবির সম্পুর্ন পরিবারের সাথে মিলে বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে উদযাপন করতেছি এই জন্য অনেক ভালো লাগতেছে।
রাজশাহী বিশ্ববিদ্যালয় শুভ নববর্ষ উপলক্ষে নিরাপত্তা নিশ্চিত করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীরা সচেতন ভাবে নিরাপত্তা দেওয়ার চেষ্টা করেছেন এবং পুলিশের বিশাল একটা ফোর্স রাবি ক্যাম্পাসে অবস্থান করছিল।