জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইসলামী পাঠাগার (জাবিইপা)-এর উদ্যোগে প্রথমবারের মতো পাঁচ দিনব্যাপী ইসলামী বইমেলার আয়োজন করছে। মঙ্গলবার (১৫ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে এ মেলার উদ্বোধন করবেন উপাচার্য অধ্যাপক ড. কামরুল আহসান।
“জাবিইপা বইমেলা ২০২৫ ” শিরোনামে আয়োজিত এ মেলা চলবে ১৫ এপ্রিল থেকে ১৯ এপ্রিল পর্যন্ত। প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত ৮ টা পর্যন্ত চলবে বইমেলা। বইমেলায় কুরআন, হাদিস, সিরাত, ইসলামি সাহিত্য, ইতিহাস, গবেষণা, আত্মউন্নয়ন, শিশুসাহিত্যসহ বিভিন্ন বিষয়ে সমৃদ্ধ শতাধিক বই প্রদর্শন ও বিক্রির জন্য রাখা হবে। এতে অংশ নিচ্ছে দেশসেরা ইসলামী প্রকাশনা প্রতিষ্ঠানগুলো। এছাড়াও থাকবে লেখক-পাঠক আড্ডা, কুইজ প্রতিযোগিতা, বই প্রদর্শনী, দাওয়াহ ক্যাম্পেইন ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজন।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ইসলামি পাঠাগারের পরিচালক ও মাইক্রোবায়োলজি বিভাগের ৪৭ ব্যাচের শিক্ষার্থী খালিদ সাইফুল্লাহ বলেন, “আমাদের এই ক্যাম্পাসে নানা মত, পথ ও সংস্কৃতির মুক্ত চর্চার পরিবেশ রয়েছে, যা সত্যিই প্রশংসনীয়। তবে দীর্ঘদিন ধরে আমরা লক্ষ্য করছি—ইসলামি শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতির সঠিক চর্চার জন্য প্রয়োজনীয় প্ল্যাটফর্মের অভাব রয়েছে। ইসলামি পাঠাগার বা ‘জাবিইপা’ সেই অভাব পূরণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আমাদের মূল লক্ষ্য হল ইসলামি জ্ঞানের প্রচার ও প্রসার ঘটানো, এবং ইসলামের সৌন্দর্যকে তরুণ প্রজন্মের মাঝে তুলে ধরা। এবারের বইমেলা সেই প্রয়াসেরই একটি বড় ধাপ, যা ইনশাআল্লাহ এই শূন্যতা কিছুটা হলেও পূরণে ভূমিকা রাখবে।
তিনি আরও বলেন, “বইমেলাকে ঘিরে আমরা এমন একটি পরিমণ্ডল তৈরি করতে চাই, যেখানে জ্ঞানের আদান-প্রদান, চিন্তার বিনিময় এবং ইসলামি মূল্যবোধের প্রতি ভালোবাসা গড়ে উঠবে। প্রতিদিন বিকেল থেকে রাত অবধি দেশের স্বনামধন্য আলেম, লেখক, প্রকাশক ও অ্যাক্টিভিস্টরা উপস্থিত থাকবেন, যাঁদের সঙ্গে সরাসরি কথা বলার ও শোনার সুযোগ থাকবে সবার জন্য। আশা করি, এই মেলা ক্যাম্পাসের শিক্ষার্থীদের ইসলামি সাহিত্য ও সংস্কৃতির প্রতি আগ্রহী করে তুলবে এবং তারা একে এক নতুন অভিজ্ঞতা হিসেবে উপভোগ করবেন।”