গাজায় বর্বরোচিত হামলা ও হত্যার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত

New-Project-19-4.jpg
নিজস্ব প্রতিবেদক বরিশাল প্রতিনিধি

ফিলিস্তিনের গাজায় চলমান বর্বরোচিত হামলার প্রতিবাদে বরিশালে এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

বিক্ষোভ মিছিলটি বরিশাল শহরের হেমায়েত উদ্দিন ঈদগাহ মাঠ থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষন শেষে টাউন হল চত্বরে গিয়ে শেষ হয়। পড়ে সেখানে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ এর বরিশাল জেলা ও মহানগর শাখার আয়োজনে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধনে স্বাগত বক্তব্য রাখেন,বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ বরিশাল জেলা শাখার সাধারন সম্পাদক মাওলানা মুফতী দেলোয়ার হোসাইন। তিনি তার বক্তৃতায় বলেন সারা বিশ্বের মুসলমান এক হয়ে গাজাবাসীকে আমরা উদ্ধার করব ইনশাআল্লাহ। এমন হামলা ও হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিশ্বের সকল মুসলিম নেতাদের এক হয়ে ফিলিস্তিনি আগ্রাসনের শক্তির বিরুদ্ধে প্রতিবাদের আহ্বান জানান।

বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধনে
উপস্থিত ছিলেন, বাংলাদেশ যুব হিযবুল্লাহ বরিশাল জেলা শাখার সভাপতি মাওলানা শাহবুদ্দীন,বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ বরিশাল সদর উপজেলা শাখার সভাপতি মাওলানা নজরুল ইসলাম,জাতীয় ইমাম সমিতি বরিশাল মহানগর শাখার সভাপতি মাওলানা কাজী আব্দুল মান্নান, ছাত্র হিযবুল্লাহ বরিশাল মহানগর শাখার যুগ্ম আহবায়ক মাওলানা সুলতান মাহমুদ, মাওলানা এনায়েতুল্লাহ ফয়রাভী, মাওলানা শাহবুদ্দীন, মাওলানা সুলতান মাহমুদ,মাওলানা সাইদুর রহমান।

Leave a Reply

scroll to top