নোবিপ্রবি শিক্ষার্থীদের জন্য জাপানে মাস্টার্স কোর্সে অংশগ্রহণের সুবর্ণ সুযোগ

New-Project-2-5.jpg

নোবিপ্রবি শিক্ষার্থীদের জন্য জাপানে মাস্টার্স কোর্সে অংশগ্রহণের সুবর্ণ সুযোগ

নোবিপ্রবি প্রতিনিধি

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শিক্ষার্থীদের জন্য এসেছে একটি চমৎকার আন্তর্জাতিক সুযোগ। জাপানের কুমামোতো বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট স্কুল অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (GSST) আমন্ত্রণ জানিয়েছে নোবিপ্রবির নির্দিষ্ট কিছু বিভাগের শিক্ষার্থীদের ‘IJEP Short Term Exchange Program-2025’-এ অংশগ্রহণের জন্য। এই প্রোগ্রামটি JASSO স্কলারশিপের আওতায় পরিচালিত হবে, যেখানে নির্বাচিত শিক্ষার্থীরা ছয় মাস মেয়াদি শর্ট টার্ম এক্সচেঞ্জ প্রোগ্রামের অংশ হিসেবে মাস্টার্স কোর্সে অংশগ্রহণ করতে পারবেন।

এই প্রোগ্রামের মেয়াদ শুরু হবে ১ অক্টোবর ২০২৫ থেকে। এতে অংশগ্রহণের জন্য শিক্ষার্থীদের স্নাতক পর্যায়ে কমপক্ষে ৩.৫০ সিজিপিএ থাকতে হবে এবং মাস্টার্স পর্যায়ের প্রথম সেমিস্টারেও সমান মানের ফলাফল থাকতে হবে। এছাড়া, IELTS-এ ন্যূনতম ৬.০ ব্যান্ড স্কোর অথবা TOEFL-এ নির্ধারিত স্কোর থাকতে হবে। তবে যেসব শিক্ষার্থীর মাধ্যম ইংরেজি ছিল এবং তা প্রমাণ করতে পারবেন, তারা ইংরেজি দক্ষতা পরীক্ষার ছাড় পেতে পারেন।

প্রোগ্রামটিতে আবেদন করতে পারবে নোবিপ্রবির নিম্নলিখিত বিভাগসমূহের শিক্ষার্থীরা: ACCE, Applied Mathematics, BMB, CSTE, EEE, এবং ESDM।

আবেদনকারীদের নির্ধারিত ফরমে আবেদনপত্র, বিভাগীয় চেয়ারম্যানের সুপারিশপত্র, একাডেমিক ট্রান্সক্রিপ্ট, শিক্ষার মাধ্যমে ইংরেজি ব্যবহারের প্রমাণ, এবং অন্যান্য প্রাসঙ্গিক দলিলসহ প্রো-ভাইস চ্যান্সেলরের (ICCC পরিচালক) দপ্তরে হাতে জমা দিতে হবে। আবেদনপত্র একটি A4 সাইজের খামে দিতে হবে এবং খামের ওপর প্রোগ্রামের নাম স্পষ্টভাবে উল্লেখ করতে হবে।

আবেদনের শেষ তারিখ: ২৭ এপ্রিল ২০২৫ (অফিস চলাকালীন সময়ে)।

নির্বাচিত শিক্ষার্থীদেরকে নোবিপ্রবির কারিকুলামের আলোকে প্রয়োজনীয় কোর্সসমূহ সম্পন্ন করতে হবে। নোবিপ্রবি কর্তৃপক্ষ জানায়, নির্বাচনের ক্ষেত্রে সকল সিদ্ধান্ত তাদের নিজস্ব বিবেচনায় গ্রহণ করা হবে।

এই এক্সচেঞ্জ প্রোগ্রাম আন্তর্জাতিক অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি শিক্ষার্থীদের একাডেমিক ও গবেষণা দক্ষতা বৃদ্ধির এক অনন্য সুযোগ এনে দেবে বলে আশা করা হচ্ছে।

যোগাযোগ:
প্রফেসর ড. মো. রোকনুজ্জামান সিদ্দিকী
ইরাসমাস+ কোঅর্ডিনেটর এবং অতিরিক্ত পরিচালক, ICCC
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
মোবাইল: +৮৮-০১৭৭৭৩৮৬৬৩৩
ইমেইল: [email protected]

Leave a Reply

scroll to top