ফিলিস্তিনের জনগণের প্রতি সংহতি জানিয়ে গাজায় ইসরায়েলি বাহিনী (IDF)-এর গণহত্যা ও মানবতাবিরোধী আগ্রাসনের বিরুদ্ধে তীব্র বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখার নেতাকর্মীরা।
আজ মঙ্গলবার (৮ এপ্রিল) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের মুরাদ চত্বরে শিক্ষার্থীরা জড়ো হতে থাকেন। পরে মুরাদ চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক (ডেইরি গেট) এর সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে বিক্ষোভ কর্মসূচি শেষ হয়।
আজকের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন জাবি শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর, সদস্য সচিব ওয়াসিম আহমেদ অনিক, যুগ্ম আহ্বায়ক রোজেনসহ চার শতাধিক নেতাকর্মী। তারা গাজায় চলমান গণহত্যা ও মানবতাবিরোধী কর্মকাণ্ড অনতিবিলম্বে বন্ধের দাবি জানান।
বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারী নেতাকর্মীরা “ওয়ান টু থ্রি ফোর, জায়োনিজম নো মোর”, “জাস্টিস জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস”, “ট্রাম্পের দুই গালে, জুতা মারো তালে তালে”, “ফ্রি ফ্রি প্যালেস্টাইন”, “হামাসের যোদ্ধারা, লও লও লও সালাম”, “ফ্রম দ্য রিভার টু দ্য সি, প্যালেস্টাইন উইল বি ফ্রি” প্রভৃতি স্লোগান দিতে থাকেন|
এ সময় শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর বলেন, “ইসরায়েলি দখলদার বাহিনী গাজা ও রাফায় যে গণহত্যা চালিয়েছে, হাজার হাজার শিশু হত্যা করেছে, মায়েদেরকে বিধবা করেছে, তার প্রতিবাদেই আমাদের এই বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি। আজকের সমাবেশ থেকে বলতে চাই, অনতিবিলম্বে ইসরায়েলি বাহিনীকে তাদের সাম্রাজ্যবাদী নীতি থেকে সরে আসতে হবে। যুদ্ধবিরোধী চুক্তি নিশ্চিত করে ফিলিস্তিনিদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।”
অন্যদিকে শাখা ছাত্রদলের সদস্য সচিব ওয়াসিম আহমেদ অনিক বলেন, “আজকের সমাবেশ থেকে আমরা বিশ্ব মোড়লদের একটি বার্তা দিতে চাই—এই অবিচারের একটি স্থায়ী সমাধান হওয়া উচিত। ইসরায়েলি বাহিনীর কর্মকাণ্ড শুধু মানবাধিকার লঙ্ঘন নয়, এটি ইতিহাসের অন্যতম কলঙ্কিত ও জঘন্য গণহত্যা। আমরা অতি শীঘ্রই এসব অবিচার ও অন্যায়ের বিচার চাই এবং অনতিবিলম্বে যুদ্ধবিরোধী চুক্তির আহ্বান জানাই।”
এছাড়াও বক্তারা গাজায় চলমান বর্বর হামলার তীব্র নিন্দা জানান এবং প্যালেস্টাইনের স্বাধীনতার পক্ষে অবস্থান নেওয়ার আহ্বান জানান। পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায়কে কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান।