বাগেরহাটের চিতলমারীতে বহুতল ভবনে আগুন, নারীর মৃত্যু

New-Project-29.jpg

বাগেরহাটের চিতলমারীতে বহুতল ভবনে আগুন, নারীর মৃত্যু

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের চিতলমারীতে মাইশা টাওয়ার নামের একটি বহুতল ভবনে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার (৭ এপ্রিল) সকাল সাড়ে ৮টায় চিতলমারী উপজেলা সদর বাজারের এই বহুতল ভবনে অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিস, স্থানীয় বাসিন্দা, সেনাবাহিনীর সদস্যরা অগ্নি নির্বাপন ও উদ্ধার কাজে অংশ নেয়। উদ্ধার কাজে অংশ নিয়ে অনিক নামের এক ফায়ার সার্ভিস সদস্য আহত হয়েছেন। চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শাহাদাৎ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, আগুনের ঘটনায় আতঙ্কিত হয়ে পাঁচতলা থেকে নেমে আসার সময় এক নারী নিচে পড়ে যান এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এখনো পর্যন্ত তার নাম পরিচয় জানা যায়নি।

স্থানীয়রা জানান, সকাল সাড়ে ৮টায় বহুতল ওই ভবনের নিচতলায় গার্মেন্সের দোকান থেকে অগ্নিকান্ডের সুত্রপাত হয়। ভবনটিতে সোনালী ব্যাংক, কৃষি ব্যাংক, ব্যাংক এশিয়া ও আইএফআইসি ব্যাংকের শাখা, একটি ক্লিনিক, বিভিন্ন কোম্পানির শোরুম ও ৫ তলায় একটি বাসাবাড়ি রয়েছে। পাঁচতলা থেকে নেমে আসার সময় এক নারীর মৃত্যু হয়েছে। ধোয়ায় অসুস্থ হওয়া কয়েকজনকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে।

বাগেরহাট ফারয়ার সার্ভিসের ভারপ্রাপ্ত উপসহকারী পরিচালক শাহাবুদ্ধিন জানান, নিচতলার আগুন মোটামুটি নিয়ন্ত্রনে এসেছে। এখনও অনেক ধোয়া রয়েছে। ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট ঘটনাস্থলে রয়েছে।

Leave a Reply

scroll to top