গাজাবাসীদের প্রতি সংহতি, ৭ এপ্রিল নোবিপ্রবিতে সকল শিক্ষার্থীদের ধর্মঘট

New-Project-13-1.jpg
২৪ ঘণ্টা বাংলাদেশ নোবিপ্রবি প্রতিনিধি

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) সাধারণ শিক্ষার্থীরা একজোট হয়ে ঘোষণা দিয়েছেন, গাজাবাসীদের উপর চলমান দমন-পীড়ন, মানবাধিকার লঙ্ঘন এবং মানবিক বিপর্যয়ের বিরুদ্ধে তারা আগামীকাল ৭ এপ্রিল ২০২৫ তারিখে ‘Global Strike for Gaza’-তে অংশগ্রহণ করবেন।

এক জরুরি নোটিশে শিক্ষার্থীরা জানিয়েছেন, গাজায় চলমান অবর্ণনীয় নিপীড়ন ও মানবিক সংকটে নিপতিত মানুষের পাশে দাঁড়ানো তাদের নৈতিক দায়িত্ব। এই আন্তর্জাতিক ধর্মঘটের অংশ হিসেবে নোবিপ্রবির সাধারণ শিক্ষার্থীরা ক্লাস, ল্যাব ও পরীক্ষাসহ বিশ্ববিদ্যালয়ের সকল একাডেমিক কার্যক্রমে অংশগ্রহণ না করার ঘোষণা দিয়েছেন।

ঘোষণাপত্রে বলা হয়েছে— “আমরা, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা, গাজার জনগণের সঙ্গে নিঃশর্ত সংহতি প্রকাশ করছি। দমন, দখলদারিত্ব ও সামষ্টিক অবিচারের বিরুদ্ধে আমাদের এই প্রতিবাদ। আমরা কোনো ক্লাস, ল্যাব বা পরীক্ষায় অংশ নেব না।”

এছাড়াও ঘোষণা থেকে স্পষ্টভাবে উঠে এসেছে, এই আন্দোলন কেবল একটি আঞ্চলিক ইস্যু নয়—এটি মানবাধিকারের, ন্যায়বিচারের, ও মর্যাদার প্রশ্ন। নীরবতা এখানে অপরাধের সমান। শিক্ষার্থীদের মতে, এই শান্তিপূর্ণ ধর্মঘটের মাধ্যমে তারা এক বৃহৎ নৈতিক অবস্থান গ্রহণ করছেন—মানবাধিকারের পক্ষে এবং নির্যাতিতদের পাশে।

নোবিপ্রবির শিক্ষার্থীদের এই উদ্যোগ সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক আলোড়ন তুলেছে। অনেকেই তাদের এই মানবিক ও সচেতনতার পরিচায়ক সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন।

বিশ্বব্যাপী চলমান ‘Global Strike for Gaza’ কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়েও এমন প্রতিবাদ কর্মসূচি পালনের সম্ভাবনা দেখা দিয়েছে।

মানবতার পক্ষে, নিপীড়নের বিরুদ্ধে—এই বার্তা নিয়েই আগামীকাল নোবিপ্রবির আঙ্গিনায় উঠবে একাত্মতার কণ্ঠস্বর।

Leave a Reply

scroll to top