ব্যাংককে ড. ইউনূস-নরেন্দ্র মোদি বৈঠক

New-Project-9.jpg
নিজস্ব প্রতিবেদক

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার (৪ এপ্রিল) বিমসটেক শীর্ষ সম্মেলনের ফাঁকে আলোচনায় বসেন দুই নেতা।

এর আগে বেশ কয়েকবার উদ্যোগ নিয়েও এই দুইদেশের প্রধানের মধ্যে বৈঠক হয়নি। জানা গেছে, বৈঠকে দুই দেশের আন্তঃসম্পর্ক বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

এছাড়া আরও জানা গেছে,  দুই দেশের সম্পর্কের বর্তমান পরিস্থিতি উন্নতি করতেও আলোচনা হয়েছে।

এর আগে গতকাল বৃহস্পতিবার (৩ এপ্রিল) বাসসের বরাতে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছিলেন, ‘বাংলাদেশ ও ভারত দুই দেশের সরকার প্রধানের মধ্যে শুক্রবার বৈঠক হবে।’

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের বরাতে বাসস জানিয়েছেন, বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে শেখ হাসিনার প্রত্যর্পণসহ বিভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয় তুলে ধরা হয়।

শফিকুল আলম বলেন, ‘বাংলাদেশ ও ভারত দুই দেশের সরকার প্রধানের মধ্যে অনুষ্ঠিত বৈঠকটি অত্যন্ত গঠনমূলক ও ফলপ্রসূ হয়েছে। আমাদের সঙ্গে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট সব ইস্যুতে আলোচনা হয়েছে।’

প্রেস সচিব বলেন, ‘শেখ হাসিনার প্রত্যর্পণ এবং ভারতে বসে তিনি উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন, এসব বিষয় বৈঠকে তুলে ধরা হয়েছে। এছাড়া সীমান্তে হত্যা, তিস্তা নদীর পানি বন্টনসহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে।’

অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণের পর এই প্রথমবারের মত অধ্যাপক ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীর বৈঠক হলো। বঙ্গোপসাগরীয় দেশগুলোর আঞ্চলিক সহযোগিতা জোটের (বিমসটেক) শীর্ষ সম্মেলন ২ থেকে ৪ এপ্রিল ব্যাংককে অনুষ্ঠিত হচ্ছে।

Leave a Reply

scroll to top