শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শাহপরান হলের গরীব ও অসহায় কর্মচারীদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। হলের প্রভোস্ট অধ্যাপক ড. ইফতেখার আহমদের ব্যক্তিগত অর্থায়নে এই ঈদ সামগ্রি বিতরণ করা হয়। ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতেই এই উদ্যোগ গ্রহণ করা হয়।
গতকাল শাহপরান হলের ডাইনিং, ক্যান্টিন এবং হলের চুক্তিভুক্ত কর্মচারীদের মাঝে এই ঈদ সামগ্রী বিতরণ করা হয়। প্রতি প্যাকেজে ছিলো সেমাই, চিনি, গুড়াদুধ, লাচ্ছি, পোলাও চাউল এবং নুডলস।
এসময় উপহার পেয়ে অনেক কর্মচারী আবেগাপ্লুত হয়ে পড়েন। এসময় বাসির নামক একজন পরিচ্ছন্ন কর্মী বলেন, ” স্যারের দেয়া ঈদ উপহার পেয়ে আমি খুবই খুশি। আমি সামান্য বেতন পাই যা দিয়ে পরিবার চালাতে হিমশিম খেতে হয়। কিন্তু এই ঈদ উপহার পেয়ে আমার অনেক উপকার হয়েছে। স্যারের জন্য দোয়া করি আল্লাহ যেন স্যারের মঙ্গল করেন। ”
এবিষয়ে অধ্যাপক ড. ইফতেখার আহমদ বলেন, ” যারা হলের মজুরিভিত্তিক কাজ করে তাদের বেতন খুবই কম। তারা যেনো তাদের পরিবারের সাথে ভালোভাবে ঈদ আনন্দ উদযাপন করতে পারে সেজন্য আমার এই সামান্য আয়োজন। ”
তিনি আরো বলেন, ” আমার এই আয়োজনে যদি অন্য সচেতন নাগরিকরাও গরীব অসহায় মানুষের পাশে দাঁড়াতে অনুপ্রেরণা পায় তাহলেই আমার এই কাজ সার্থক বলে মনে করি। “