সেলেনা গোমেজ শিশুদের নিয়ে কী ভাবছেন ?

New-Project-2025-03-26T173444.160.jpg
নিজস্ব প্রতিবেদক

বিখ্যাত মার্কিন গায়িকা ও অভিনেত্রী সেলেনা গোমেজ মাতৃত্ব নিয়ে নিজের ভাবনা প্রকাশ করেছেন।  জানিয়েছেন শিশুদের প্রতি তার ভালোবাসা ও ভবিষ্যত পরিকল্পনার কথা।

জে শেট্টি পডকাস্টে তার বাগদত্তা প্রযোজক বেনি ব্লাঙ্কোর সঙ্গে সেলেনা গোমেজ নিজের এসব ভাবনা প্রকাশ করেন।

গোমেজ বলেন, আমি জানি না কী হবে, তবে আমি শিশুদের ভালোবাসি। আমার একটি ১১ বছর বয়সি বোন আছে, তাকে আমি সত্যিই ভালোবাসি। 

 

তিনি বলেন, ‘আমি (শিশুদের) হাসাতে ভালোবাসি; তারা খুব মিষ্টি। তাই অবশ্যই, যখন সেই দিনটি আসে, তখন আমি এর জন্য খুব উত্তেজিত হই। ’

 

এ সময় ব্লাঙ্কো শিশুদের প্রতি সেলেনার টানের কথা জানান। তিনি বলেন, ‘যখনই কোনও জায়গায় বাচ্চা থাকে, তখনই আমি তাকে এমন করতে দেখি। সে তাৎক্ষণিকভাবে বাচ্চাদের কাছে যান এবং ঘণ্টার পর ঘণ্টা কথোপকথন করেন।’

 

‘বার্নি অ্যান্ড ফ্রেন্ডস’-এ অভিনয়ের মাধ্যমে গোমেজ কীভাবে তরুণ দর্শকদের সঙ্গে তার গভীর সম্পর্ক গড়ে তুলেছিল, তাও ব্লাঙ্কো তুলে ধরেন। তিনি সেলেনাকে বলেন, ‘আপনি অনেক তরুণের জীবন গড়ে দিয়েছেন, তা সে বার্নি হোক, উইজার্ডস হোক আপনি এখনও সেই পথ খুঁজে যাচ্ছেন। ’

বর্তমানে সেলেনা-ব্লাঙ্কো জুটির সম্পর্ক ভক্তদের মধ্যে গভীর আগ্রহের বিষয় হয়ে দাঁড়িয়েছে। প্রায়ই তারা তাদের একসঙ্গে কাটানো মূহুর্ত শেয়ার করেন।

যদিও তারা পরিবার শুরু করার নির্দিষ্ট পরিকল্পনা প্রকাশ করেনি। তবে  গোমেজের উৎসাহ ভক্তদের এই দম্পতির ভবিষ্যৎ নিয়ে জল্পনা-কল্পনা করতে বাধ্য করেছে।

উল্লেখ্য, এর আগে  উগ্র ডানপন্থিদের আক্রমণের শিকার হলেন মার্কিন পপ স্টার সেলেনা গোমেজ। যেখানে তিনি ট্রাম্প প্রশাসনের অভিবাসী বহিষ্কার নীতির কারণে শিশুদের ওপর পড়া প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। এতে প্রতিক্রিয়া জানিয়ে হোয়াইট হাউস একটি বিতর্কিত পোস্ট করেছে, যেখানে অবৈধ অভিবাসীদের মাধ্যমে সংঘটিত সহিংস অপরাধের কিছু উদাহরণ তুলে ধরা হয়।

সংঘবদ্ধ আক্রমণের মুখে গোমেজ তার মূল ভিডিওটি ডিলিট করে দেন, পরবর্তীতে তিনি বলেন, ‘অবশ্যই, মানুষকে সহানুভূতি দেখানো এখন আর ঠিক নয়।’

Leave a Reply

scroll to top