মুক্তাগাছায় ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ২

New-Project-7-6.jpg

মুক্তাগাছায় ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ২

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহের মুক্তাগাছায় ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

রোববার (২৩ মার্চ) দুপুর ১টার দিকে উপজেলার নতুন বাজার খেলারমাঠ সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন।

নিহত দুজন হলেন উপজেলার আহমদপুর গ্রামের লিটন খানের ছেলে অনন্ত খান (২২) ও ময়মনসিংহ সদরের চর ঈশ্বরদিয়া গ্রামের আজিজুল হকের ছেলে রাসেল মিয়া (২৫)।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, নিহত রাসেল মিয়া মুক্তাগাছায় মোটরসাইকেলের গ্যারেজে মিস্ত্রি হিসেবে কাজ করতেন। অনন্ত তার মোটরসাইকেল মেরামত করতে গ্যারেজে নিয়ে এসেছিলেন। দুপুরে মোটরসাইকেলটি ঠিক করার পর রসেলকে পেছনে বসিয়ে ট্রায়াল দিচ্ছিলেন অন্তত। দুপুর ১টার দিকে মুক্তাগাছা নতুন বাজার খেলারমাঠ সংলগ্ন স্থানে পৌঁছাতেই বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এতে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান অনন্ত।

এসময় রাসেলসহ সড়কে থাকা আরও একজন আহত হন। তাদের মধ্যে রাসেলকে গুরুতর অবস্থায় আশপাশের লোকজন উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। রাসেলকে গুরুতর আহত অবস্থায় আশপাশের পরে দুপুর ৩ টার দিকে হাসপাতালে মৃত্যু হয় রাসেলের।

মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, অন্ততের মরদেহটি উদ্ধার করা হয়েছে। ট্রাকচালককে শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় মামলা দায়ের করা হবে।

Leave a Reply

scroll to top