সারাদেশে ধর্ষণ, হত্যা, নির্যাতনের প্রতিবাদে সুবর্ণচরে মানববন্ধন

New-Project-9-4.jpg
২৪ ঘণ্টা বাংলাদেশ নোয়াখালী প্রতিনিধি

সারাদেশে নারী ও শিশু ধর্ষণ, হত্যা, নির্যাতনের প্রতিবাদে নোয়াখালীর সুবর্ণচরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে কিশোর-কিশোরী ও ভূমিহীন সংগঠন। বৃহস্পতিবার (২০ মার্চ) সকালে উপজেলার চরজুবিলী পাংখার বাজারে নিজেরা করি সংগঠনের সহযোগিতায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, কিশোরী নাসিমা খাতুন, উর্মি খাতুন, ফাহিমা খাতুন, কিশোর রাকিব, আলোচিত নির্যাতিত পারুল বেগম, আমেনা বেগম, হাসিনা বেগম, ভুমিহীন সমিতির উপজেলা সভাপতি আবুল কালাম মাষ্টার, ইউনিয়ন ভূমিহীন সমিতির সভাপতি মোস্তফাকারি, ভূমিহীন নেতা সফিক উল্যাহ, পাংখার বাজার পরিচালনা কমিটির সভাপতি জসিম উদ্দিন, পাংখার বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আখতার উদ্দিন বাবুল, নিজেরা করি চরজব্বর অঞ্চল সন্ময়ক পরিতোষ দেবনাথ, চট্রগ্রাম বিভাগীয় সন্ময়ক খায়রুল ইসলামসহ প্রমুখ।

এসময় সামাজিক, রাজনৈতিক, সাংগঠনিক, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষার্থীসহ সকল পর্যায়ের মানুষ উপস্থিত ছিলেন। উপস্থিত বক্তারা বলেন, সারাদেশে খুন, ধর্ষণ, নির্যানতন বন্ধে সবাইকে সোচ্চার হতে হবে, অপরাধীদের শাস্তির আওতায় আনতে প্রশাসনকে আরো কঠোর ভূমিকা পালন করতে অনুরোধ জানান।

Leave a Reply

scroll to top