ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজয় ৭১ হলের লিফটের দেয়ালে কে বা কারা ‘জয় বাংলা’ লিখে রেখে গেছেন। শিক্ষার্থীদের ধারণা গতকাল বুধবার দিবাগত রাতে ছাত্রলীগের কেউ ঘটতে পারে এ ঘটনা।
বৃহস্পতিবার (২০ মার্চ) ভোর রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলের যমুনা ব্লকের পূর্ব পাশের লিফট এবং পদ্মা ব্লকের পশ্চিম পাশের সিড়ির দেয়ালে; কে বা কারা লাল রঙের কালিতে “জয় বাংলা” শ্লোগানটি লিখে যায়।
জয় বাংলা স্লোগান টি মূলত নিষিদ্ধ ঘোষিত “বাংলাদেশ ছাত্রলীগ” ব্যবহার করত। হলের সাধারণ শিক্ষার্থীদের ধারণা হলে ঘাপটি মেরে থাকা ছাত্রলীগের কোন কর্মী এই ঘটনাটি ঘটিয়েছে। এ নিয়ে ব্যাপক ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখা গেছে শিক্ষার্থীদের মাঝে।
হলের শিক্ষার্থীদের সাথে কথা বলে জানা যায়, ফজরের নামাজ পড়ে সাধারণত বেশিরভাগ শিক্ষার্থীই ঘুমিয়ে পড়ে, এই সময় হল অনেকটাই নিস্তব্ধ থাকে। এই সুযোগটি কাজে লাগিয়েছে নিষিদ্ধ ঘোষিত সংগঠনটির কর্মী-সমর্থকরা। এ সময় তারা যমুনা ব্লকের লিফট এবং পদ্মা ব্লকের দেয়ালে এই স্লোগানটি লেখে।
ইতিমধ্যে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের অফিশিয়াল ফেসবুক পেজেও শেয়ার করা হয়েছে এই ছবিগুলো।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন আবাসিক শিক্ষার্থী জানায়, এই ঘটনায় হলে শিক্ষার্থীরা সবাই ক্ষুব্ধ। এই ঘটনার পর হলে লুকিয়ে থাকা ছাত্রলীগ নেতা কর্মীদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার কথা ভাবছি আমরা। এছাড়াও হলের শিক্ষার্থীদের জন্য যেসব সামাজিক যোগাযোগের প্ল্যাটফর্ম গুলো আছে সেখান থেকেও চিহ্নিত নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদেরকে খুঁজে বের করে বহিষ্কার করার সিদ্ধান্তও নেয়া হয়েছে।”
শেষ খবর পাওয়া পর্যন্ত যমুনা ব্লকের লিফটের লেখাটি মুছে দিয়েছে হলের কর্মচারীরা।
প্রসঙ্গত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৫ জুলাই এর সংঘর্ষের সূত্রপাত হয় বিজয় একাত্তর হল থেকে। সম্প্রতি বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক প্রকাশিত বহিষ্কৃত ১২৮ জনের তালিকাতেও এই হলের ৪৪ জন শিক্ষার্থীর নাম আছে।