যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে গাজায় ইজরায়েলি বর্বর হামলার প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) মার্চ ফর প্যালেস্টাইন অনুষ্ঠিত। মঙ্গলবার (১৭ মার্চ) বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকা থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে, বিশ্ববিদ্যালয়ের কয়েকটি মেইন সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারে এসে সমাবেশেও সংক্ষিপ্ত দোয়ার মাধ্যমে বিক্ষোভ মিছিলটি শেষ হয়।
বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীদেরকে বিভিন্ন ধরনের স্লোগান দিতে দেখা যায়, স্লোগান গুলো হচ্ছে, ফ্রম দা রিভার টু দা সি, প্যালেস্টাইম উইলবি ফ্রি,ওয়ান টু থ্রি ফোর জায়োনিজম নো মোর, জাস্টিস জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস, ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ, ইন্তিফাদা ইন্তিফাদা জিন্দাবাদ জিন্দাবাদ, ট্রাম্পের দুই গালে জুতা মারো তালে তালে, ফ্রি ফ্রি প্যালেস্টাইন, ফ্রি ফ্রি প্যালেস্টাইন, হামাসের যোদ্ধারা লও লও লও সালাম।
৪৮ তম আবর্তন শিক্ষার্থী মাজহারুল ইসলাম বলেন, “আজকে আমেরিকা, ইসরায়েলের মতো দেশ টেরোরিজম, সন্ত্রাসবাদ এর কথা বলে। অথচ আমরা দেখি তারাই সন্ত্রাসবাদের ধারক বাহক। আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা স্পষ্ট বলে দিতে চাই, আমরা এসব সন্ত্রাসবাদ, টেরোরিজম এর বিরুদ্ধে সদা সোচ্চার। আমরা যেকোনো ধরনের সন্ত্রাসবাদ রুখে দিতে প্রস্তুত এবং ভবিষ্যতে এরকম কোনো সুযোগ আসলে আমরা তা লুফে নিতে দু’বার ভাববো না। আমরা আজকের এই মার্চ ফর প্যালেস্টাইন কর্মসূচি থেকে স্পষ্ট জানিয়ে দিতে চাই, আমাদের ফিলিস্তিনি ভাই-বোনদের প্রতি যেনো আর কোনো অন্যায়, জুলুম, নির্যাতন করা না হয়। আমরা আমাদের ফিলিস্তিনি ভাইদের প্রতি সংহতি জানিয়ে বলতে চাই, আমরা ফিলিস্তিনের পক্ষে ছিলাম, আছি এবং থাকবো ইনশাআল্লাহ।
গণঅভ্যুত্থান রক্ষা আন্দোলনের আহ্বায়ক আব্দুর রশিদ জিতু বলেন, আমাদের কান্না পায়, যখন দেখি নিষ্পাপ মাসুম বাচ্চারা কোনো রকম অপরাধ না করে তাদেরক্ব নির্বিচারে তাজা প্রান বিলিয়ে দিতে হচ্ছে। ইফতারের পর যখন আমরা সেহেরির বন্দোবস্ত করি, আর ফিলিস্তানিরা সেহেরির পর ইফতার পর্যন্ত বেচে থাকবে কিনা সেটা নিয়ে তারা চিন্তায় থাকে। আমরা এর আগেও এই সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছি, আমরা আবারো প্রতিবাদ জানাচ্ছি, প্রয়োজনে আমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতেও প্রস্তুত আছি। জাতিসংঘ নামের এই মুলার সংগঠন আমাদের মানবতা শেখাতে আসে অথচ ফিলিস্তিনে হাজার হাজার মানুষকে মেরে ফেলা হচ্ছে, সেগুলা তাদের চোখে পড়েনা। জাতিসংঘের এই তীব্র নির্লপ্ততাকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সকলের প্রতি আহ্বান, নিরীহ শিশু নারীদের কথা ভেবে আপনারা প্রতিরোধ গড়ে তুলুন।
আলী জাকি শাহরিয়ার বলেন, আমি জানি ইহুদিদের ইতিহাস আল্লাহর অবাধ্যতার ইতিহাস। বারবার শাস্তি পেয়েও অবাধ্যতার ইতিহাস। আল্লাহ তাদের অভিশপ্ত জাতি হিসেবে ঘোষণা করেছেন। আমরা মুসলিম জাতি বদর, উহুদে লড়াই করেছি, মক্কা বিজয় করেছি। আমাদের কোন পরাজয়ের ইতিহাস নেই। পার্শ্ববর্তী দেশে হিন্দুত্ববাদীরাও মুসলিমদের নির্যাতন করছে। আমরা চাই এসব বন্ধ হউক।